Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বৈধতা ২ মাস, ১০৮ টাকায় সস্তার প্ল্যান নিয়ে হাজির BSNL

Jio, Airtel, Vi এর মতো বড় টেলিকম কোম্পানিগুলিকে প্রতিযোগিতা করার জন্য একটি দারুণ প্ল্যান নিয়ে এসেছে BSNL। এই প্ল্যানের বিশেষত্ব হল যে এই প্রিপেইড প্ল্যানে আপনি ২৮ দিন অথবা ৫৬…

Avatar

Jio, Airtel, Vi এর মতো বড় টেলিকম কোম্পানিগুলিকে প্রতিযোগিতা করার জন্য একটি দারুণ প্ল্যান নিয়ে এসেছে BSNL। এই প্ল্যানের বিশেষত্ব হল যে এই প্রিপেইড প্ল্যানে আপনি ২৮ দিন অথবা ৫৬ দিনের জন্য ১ জিবি ডেটা পাবেন। তবে এই প্ল্যানে এইবার আপনাকে দেওয়া হবে ৬০ দিনের বৈধতা। চলুন জানা যাক BSNL এর প্ল্যানগুলি সম্পর্কে,

গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তা প্ল্যান
BSNL এর এই প্ল্যানের দাম অন্য সমস্ত কোম্পানির থেকে অনেক কম। প্রায় অর্ধেক বললেই চলে। এই প্ল্যানের বৈধতা অনেকটাই বেশি দেওয়া হয়েছে। তবে এটি প্রথমবারের জন্য নয়। এর আগেও কোম্পানি হাজির হয়েছিল এরম সস্তার প্রি পেইড প্ল্যান সম্পর্কে। তবে বলা বাহুল্য, BSNL এর এই প্রি পেইড প্ল্যান কেবল নতুন গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাবেন আনলিমিটেড কলিং সহ প্রতিদিনের ১ জিবি ডেটার সুবিধা
BSNL এর এই প্ল্যানের বৈধতা ৬০ দিন। গ্রাহক পাবেন প্রতি দিনের ১ জিবি ডেটা। সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধাও। এছাড়াও রয়েছে ৫০০ টি SMS এর সুবিধাও। এই প্ল্যানের দাম রাখা হয়েছে ১০৮ টাকা। এই ডেটা প্যাকে দিল্লি এবং মুম্বাই MTNL নেটওয়ার্ক রয়েছে

About Author