Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Alto এবং WagonR এর থেকে বেশি মাইলেজ দিচ্ছে এই গাড়ি, চলবে ৩৫কিমি পর্যন্ত, দামও কম

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয়…

Avatar

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছে এতটা পছন্দের? আপনাদের জানাই যে এই মারুতি সুজুকি কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে। আর এই কোম্পানির রয়েছে সিএনজি গাড়ির সবচেয়ে বড় পোর্টফলিও। কোম্পানির অল্টো ওয়াগণার থেকে শুরু করে গ্র্যান্ড ভিটারা অব্দি সমস্ত গাড়িতে পাওয়া যায় ফ্যাক্টরি ফিট করা সিএনজি কিট। কোম্পানির সবচেয়ে বেশি সিএনজি গাড়ি হিসেবে বিক্রি হয় Alto বা WagonR। কিন্তু আপনি কি জানেন কোম্পানীর কোন সিএনজি গাড়ি সবচেয়ে বেশি মাইলেজ দেয়? জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনাদের জানিয়ে রাখি Maruti Suzuki কোম্পানির সেলেরিও সিএনজি গাড়িটি সবচেয়ে বেশি মাইলেজ দেয়। আপনি যদি একটি সিএনজি গাড়ি কেনার কথা ভেবে দেখেন তাহলে সেলেরিও আপনার জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে। গত বছরের একদম শুরুর দিকেই মারুতি সুজুকির এই সেলেরিওর সিএনজি সংস্করণ লঞ্চ হয়েছিল। আপনি শুনলে অবাক হবেন যে এই গাড়িটি ৩৫.৬০ kmpl এর মাইলেজ দেয়। তুলনার জন্য জানিয়ে রাখি মারুতি alto সিএনজি ৩১.৫৯ kmpl এবং ওয়াগনার সিএনজি ৩২.৫২ kmpl এর মাইলেজ দেয়। সুতরাং মাইলেজের দিকে বলতে গেলে কোম্পানির এই সেলেরিও গাড়িটি অন্যান্য গাড়ির তুলনায় অনেক ভালো এবং আপনি যদি এমন একটি গাড়ি কিনতে চান তাহলে এটি আপনার বেস্ট বিকল্প হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার আসা যাক দামের কথায়। maruti suzuki এর এই সেলেরিও সিএনজি সংস্করণ এর দাম মাত্র ৬.৭৪ লাখ টাকা। এই গাড়িটি যদি আপনি পেট্রোল ভেরিয়েন্টটা কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে ৫.৩৭ লাখ টাকা। আর এই Celerio গাড়ির টপ ভেরিয়েন্ট এর দাম ৭.১৪ লাখ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য এই গাড়ির পেট্রোল ভেরিয়েন্টও ব্যাপক মাইলেজ দেয়। এটি প্রতি লিটারে প্রায় ২৫ কিমি চলে।

About Author