বিজনেস অনেক রকমের হয়। কোন বিজনেস করার উচিৎ সেটা অনেকটা নির্ভর করে আর্থিক সামর্থ এবং সম্বলের ওপর। যাদের কাছে টাকা আছে তারা যে কোনো ব্যবসা শুরু করতে পারেন। আর যাদের কাছে খুব বেশি আর্থিক সামর্থ নেই তাদের একটু বেশি মাথা খাটাতে হবে। টাকা বেশি না থাকলে যে বিজনেস হবে না এমনটা কিন্তু নয়। বিজনেস করার জন্য টাকার থেকেও বেশি জরুরি বুদ্ধি খাটানো। আজ আমরা এমন একটি বিজনেস আইডিয়া আপনাদের দিতে চলেছি যেটায় টাকার থেকেও বুদ্ধির জোর বেশি লাগবে।
এই ব্যবসা যে কোনো জায়গায় শুরু করা যাবে। খুব বেশি জায়গার দরকার পড়বে না। নিজের বাড়ি থেকেও এই ব্যবসা শুরু করতে পারবেন। দরকার শুধু মাঝারি মাপের একটি মেশিনের। মেশিন খুব বেশি শব্দ করে না। ফলে আপনার বাড়ির কিংবা প্রতিবেশীদের কোনো সমস্যা হবে না। অনেকে এই মেশিন বিক্রি করে থাকেন। অনলাইনে একবার সার্চ করে নিলে দাম সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগ্রামের দিকে বা কোনো পাড়া, স্থানীয় বাজারের ওপর নির্ভর করে ব্যবসা খুব ভালো চলবে। আর এই ব্যবসার চাহিদা সব সময় থাকবে। তাই লোকসানের ভয় এই ব্যবসায় ততটা নেই। মুনাফা ভালো লোকসান কম। তাই কী সেই ব্যবসা যেটা নির্ভয়ে কম পুঁজি নিয়ে করা যেতে পারে?
বাজারে যেমন ধান, গম ভানার মেশিন থাকে তেমনই থাকে বিভিন্ন বীজ বের করার মেশিন। যেমন খোলা থেকে বাদাম বের করা করা, সোয়াবিন দানা বের করা, ভুট্টার দানা ইত্যাদি বের করার মেশিন। এই ব্যবসায় লাভ ভালো আছে। কেউ যদি রোজ ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন তাহলে তিনি মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা উপার্জন করতে পারবেন।