Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Best 7 Seater Car: ৭ সিটার Ertiga কে কড়া প্রতিযোগিতায় ফেলেছে এই কোম্পানির গাড়ি, দাম মাত্র ১০ লাখ

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা…

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। Maruti Suzuki এর Ertiga এই প্ল্যাটফর্মে অন্যতম জনপ্রিয়। তবে এই গাড়ির সাথে মার্কেটে চরম প্রতিযোগিতায় আছে Kia কোম্পানির একটি গাড়ি।

Kia Karens এই গাড়িটি সাত সিটের একটি দুর্দান্ত এসইউভি এবং এই গাড়িটিতে আপনারা ৫ ট্রিম এবং তিনটি ইঞ্জিনের বিকল্প পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিয়া কোম্পানির গাড়ি ভারতে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। বিক্রির নিরিখে এই গাড়ি এরটিগা থেকে সামান্য পিছিয়ে থাকলেও এর জনপ্রিয়তা বিচার করে বলা যায় এটি খুব শীঘ্রই বেশ কতগুলি ৭ সিটার MPV গাড়িকে টেক্কা দেবে। পরিসংখ্যান অনুযায়ী, Maruti Ertiga জুন মাসে মোট ৮৪২২ ইউনিট বিক্রি করেছিল। অন্যদিকে Kia Karens গাড়িটি ৮০৪৭ ইউনিট বিক্রি হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Carens MPV সেগমেন্টে প্রতিযোগিতা দিচ্ছে, যদিও Ertiga MPV সেগমেন্টে বেস্ট সেলার, কিন্তু বাজারে প্রতিযোগিতা বাড়ছে। Kia Carens গত বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছিল এবং তারপর থেকে এটি ভাল সংখ্যায় বিক্রি হচ্ছে। এই গাড়ির এক্স শোরুম মূল্য ১০.২০ লাখ টাকা। তাই যাদের একটু বাজেট বেশি আছে তাঁরা কিয়া কোম্পানির গাড়ির কথা বিবেচনা করে দেখতে পারেন।

About Author