Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনয়ের পাশাপাশি ক্রিকেটের বাইশ গজেও সমান পারদর্শী ছিলেন ইরফান খান

কৌশিক পোল্ল্যে: চিরতরে ঘুমের দেশে চলে গেলেন বলিউডতথা হলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। অসংখ্য অ্যাওয়ার্ডে সম্মানিত এই অভিনেতার সাবলীল অভিনয় মন কেড়েছিল দর্শকদের। তিনি অভিনয় করতেন না, চরিত্রকে বাস্তবরূপে তুলে…

Avatar

কৌশিক পোল্ল্যে: চিরতরে ঘুমের দেশে চলে গেলেন বলিউডতথা হলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। অসংখ্য অ্যাওয়ার্ডে সম্মানিত এই অভিনেতার সাবলীল অভিনয় মন কেড়েছিল দর্শকদের। তিনি অভিনয় করতেন না, চরিত্রকে বাস্তবরূপে তুলে ধরার চেষ্টা করতেন। হিন্দি সিনেমায় খানেদের রাজত্বে তিনি সামিল ছিলেন না ঠিকই, কিন্তু অভিনয়ের দক্ষতায় সকলকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখতেন এই কিংবদন্তী অভিনেতা।

তার মৃত্যুর স্মৃতিচারনে ফিরে দেখা তারই একটি বিশেষ স্মৃতি। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি যদি অভিনেতা না হতেন তাহলে কোন পেশায় নিজেকে যুক্ত রাখতেন? উত্তরে ইরফান জানান, তিনি ছোট থেকেই ক্রিকেটার হতে চাইতেন এবং সেই পেশাতেই প্রতিষ্ঠিত হয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তার কথায়, “আমি ক্রিকেট খেলতাম। এবং আমি ক্রিকেটার হতে চাইতাম। আমি অলরাউন্ডার ছিলাম সেইসঙ্গে জয়পুর টিমের কনিষ্ঠতম সদস্যও ছিলাম। আমি এই পেশাতেই নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলাম। আমি সিকে নাইডু টুর্নামেন্টের জন্য সিলেক্টও হই, সেসময় আমার ৬০০ টাকার প্রয়োজন ছিল কিন্তু কার থেকে চাইব বুঝতে পারছিলাম না। সেদিন আমি ঠিক করলাম এই টাকাটা আমি কোনোভাবেই দিতে পারব না। ওই সময় কারোর কাছেই আমি ওই ৬০০ টাকা চেয়ে উঠতে পারিনি।”

এরপর তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে (NSD) ভর্তি হন এবং পরবর্তীতে তিনি কত বড় মাপের একজন অভিনেতা হয়ে উঠেছিলেন সেকথা তো আমরা সকলেই জানি। এখানে ভর্তি হতেও তার দিদি সেসময় ৩০০ টাকা দিয়ে সাহায্য করেছিলেন, এই কথাও তিনি সাক্ষাৎকারে স্বীকার করেন।

About Author