বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। তবে এবার সেই জায়গা কেড়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’। বিগত কয়েকসপ্তাহ ধরে টিআরপির তালিকায় একনম্বরেই রয়েছে ঋদ্ধি ও খড়ি জুটি।
তবে টেলিভিশনের পর্দায় মিঠাই-সিদ্ধার্থের অনস্ক্রিন রসায়নকে টেক্কা দিচ্ছে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্য। ধারাবাহিকের গল্প অনুযায়ী ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা। ‘মিঠাই’ ধারাবাহিক অনুরাগীদের পছন্দের তালিকায় থাকলেও ‘গাঁটছড়া’ই এখন ফাস্ট প্রেফারেন্স সকলের কাছে, তা তালিকাই বলে দিচ্ছে। এই সপ্তাহের টিআরপি তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানে এই সপ্তাহেও নিজের জায়গা বজায় রেখেছে ‘গাঁটছড়া’।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে সকলকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘মন ফাগুন’। পিহু ও ঋষি কাছাকাছি এসেছে ধারাবাহিকে, যার জন্যই ধারাবাহিকের টিআরপি তরতর করে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। ‘মিঠাই’এ এখন চলছে দোল উৎসব। এই সপ্তাহে সকলের প্রিয় মিঠাইরানী রয়েছে তৃতীয় স্থানে।
টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-
১) গাঁটছড়া- ৯.৬
২) মন ফাগুন- ৯.২
৩) মিঠাই- ৯.১
৪) আলতা ফড়িং- ৯.০
৫) আয় তবে সহচরী- ৮.৫
৬) অনুরাগের ছোঁয়া- ৮.৪
৭) ধুলোকণা- ৮.২
৮) উমা- ৭.৯
৯) গৌরী এল- ৭.৫
১০) পিলু- ৭.৪
তালিকাতেই স্পষ্ট ‘মিঠাই’ ও ‘মন ফাগুনের’ রেটিংয়ের ফারাক খুব বেশি নয়। মিঠাই অনুরাগীরা আসা রাখছে আবারো কয়েকসপ্তাহের মধ্যেই সকলকে টেক্কা দেবে মিঠাইরানী। তবে গতসপ্তাহের তুলনায় ‘আলতা ফড়িং’এর রেটিং কিছুটা কমেছে। জি বাংলার নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’ এখনো পর্যন্ত দর্শকদের সেভাবে মন জয় করে নিতে পারেনি।