Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হিন্দির পর এবার বাংলায়, কালজয়ী ‘রামায়ণ’ ফিরছে জলসার পর্দায়

কৌশিক পোল্ল্যে: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য ‘রামায়ণ’ সর্বপ্রথম ধারাবাহিক হিসেবে দুরদর্শনের পর্দায় আসে ১৯৮৭ সালে। রামানন্দ সাগরের ৭৮ পর্বের এই ধারাবাহিকটি তৎকালীন সময়ে বহুল জনপ্রিয়তা লাভ করে গোটা ভারতবর্ষে। সেই…

Avatar

কৌশিক পোল্ল্যে: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য ‘রামায়ণ’ সর্বপ্রথম ধারাবাহিক হিসেবে দুরদর্শনের পর্দায় আসে ১৯৮৭ সালে। রামানন্দ সাগরের ৭৮ পর্বের এই ধারাবাহিকটি তৎকালীন সময়ে বহুল জনপ্রিয়তা লাভ করে গোটা ভারতবর্ষে। সেই সময় প্রতিটি বাড়িতে টেলিভিশনের রমরমা ছিল না। সবাই দল বেঁধে প্রতিবেশীর বাড়িতে বসে একসঙ্গে দেখতেন এই ধারাবাহিক। আট থেকে আশি সকল বয়সের মানুষই উপস্থিত থাকতেন শুধুমাত্র ‘রামায়ণ’ দেখবেন বলে।

এরপর দূরদর্শন সহ বিভিন্ন বানিজ্যিক চ্যানেলে এটি বহুবার পুনঃসম্প্রচারিত হয়েছে এমনকি এই মহাকাব্যের উপর বহু রিক্রেশন হয়েছে, তবে রামানন্দ সাগরের এই ‘রামায়ণ’টি সবচেয়ে বেশি গ্রহনযোগ্যতা পেয়েছে সাধারন দর্শকদের তরফে। এই লকডাউনের সময়েও সমস্ত চলতি ধারাবাহিক শ্যুটিংয়ের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় দুরদর্শনে ধারাবাহিকটি আবারো ফিরিয়ে আনা হয় এবং ফলস্বরূপ রেকর্ড পরিমান টিআরপি অর্জন করে এই শো। যার পুনঃপ্রচারেও ছিল যথেষ্ট দর্শকসংখ্যা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই বাংলাতে স্টার জলসার পর্দায় ফিরছে কালজয়ী ‘রামায়ণ’। চ্যানেলের টিআরপি বজায় রাখতেই এই ধারাবাহিকের কপিরাইটটি হস্তগত করেছে জলসা কর্তৃপক্ষ। আগামী ১লা জুন সোমবার রাত ৮ টায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান এবং প্রতি পর্বের পুনঃপ্রচার হবে পরদিন সকাল আটটায়।

এর আগেও স্টার জলসা ফিরিয়ে এনেছে তাদের নিজস্ব বহু জনপ্রিয় ধারাবাহিক। সেই সঙ্গে দর্শকদের নস্টালজিয়া বজায় রাখতে ফিরিয়ে এনেছেন ‘মহাপ্রভু’ এবং ‘শ্রীরামকৃষ্ণ’, এবার সেই তালিকায় যুক্ত হবার পথে রামানন্দ সাগরের বিখ্যাত ‘রামায়ণ’।

About Author