Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কৃষ্ণকলির সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও ফাঁস করলেন নিখিল, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ নিঃসন্দেহে সোশ্যাল মাধ্যমে একটি হট টপিক। এর মূল চরিত্র শ্যামা কখনোই ট্রোলিং এর হাত থেকে রেহাই পান না। যদিও সেসব সরিয়ে রেখে মেগাসিরিয়ালটি…

Avatar

কৌশিক পোল্ল্যে: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ নিঃসন্দেহে সোশ্যাল মাধ্যমে একটি হট টপিক। এর মূল চরিত্র শ্যামা কখনোই ট্রোলিং এর হাত থেকে রেহাই পান না। যদিও সেসব সরিয়ে রেখে মেগাসিরিয়ালটি সাফল্যের সঙ্গে পাঁচশোরও বেশি পর্ব সম্প্রচারিত করে ফেলেছে।

এর আগে বহুবার হেডলাইন তৈরি করেছে এই ধারাবাহিক, কারন এর ভিত্তিহীন প্লট। যদিও এর মূলকাহিনী বলছে অন্য গল্প। একটি কালো মেয়ে বিয়ের পর আপনজনদের কাছেই প্রতারিত হয়ে শুধুমাত্র নিজের গানের প্রতিভার জোরে সকলের মনজয় করে নেয়। এই পর্যন্ত তো সব ঠিক ছিল, এরপরেই গল্পে এল নতুন ট্যুইস্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কুটনৈতিক চক্রান্তের শিকারে বিষ খেয়ে মৃত্যু হয় শ্যামার, যদিও এ মৃত্যু মন থেকে মেনে নিতে পারে না তার স্বামী নিখিল। একদিন শ্যামার মতো দেখতে একটি মেয়ের সঙ্গে হঠাৎ দেখা হয় নিখিলের কিন্তু অবাক করা বিষয় তার গায়ের রং শ্যামার মতো কালো নয়, বরং ধবধবে ফর্সা। এ নিয়েই ট্রোলে সরব সোশ্যাল মিডিয়া। যদিও এতে লাভ হল সিরিয়ালেরই, কারন এই মিমস এর চক্করে ধারাবাহিকের টিআরপি কিছুটা হলেও গেইন করেছে।

আরও পড়ুন : মালদ্বীপের সমুদ্রসৈকতে উষ্ণতার ঝড় তুললেন উর্বশী রাউত্তেলা, দেখুন সেই ছবি

ধারাবাহিকের মূল দুই চরিত্র করলেন এক বিশেষ ভিডিও যা নেটদুনিয়ায় টিকটক ভিডিও নামেই বহুল খ্যাত। টলিউড থেকে বলিউড, সকল তারকারাই কমবেশি টিকটক অ্যাপটি ব্যবহার করেন যেখানে মজার মজার সব শর্ট ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওটি শুরু করলেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য। গরমের মরশুম শুরু হবার আগেই ‘হায় গরমি’ গানে তার সঙ্গে তাল মেলালেন কৃষ্ণকলি ওরফে তিয়াশা এবং অভিনেত্রী তৃনা সাহা। তৃনাকে ‘খোকাবাবু’ ও ‘কলের বউ’ ধারাবাহিক দুটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। নীল, তিয়াসা ও তৃনার এই মজাদার ভিডিওটি দেখতে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।

About Author