Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিনেত্রীর উপর শারীরিক নিগ্রহের অভিযোগ এই অভিনেতার বিরুদ্ধে

কৌশিক পোল্ল্যে: গত ৩রা ফেব্রুয়ারির ঘটনা নিয়ে আজও সরগরম টেলিপাড়ায়। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জীয়নকাঠি'র শ্যুটিং ফ্লোরে হঠাৎ করে মুখ্য দুই চরিত্রের মধ্যে বচসার সৃষ্টি হয়। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে…

Avatar

কৌশিক পোল্ল্যে: গত ৩রা ফেব্রুয়ারির ঘটনা নিয়ে আজও সরগরম টেলিপাড়ায়। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জীয়নকাঠি’র শ্যুটিং ফ্লোরে হঠাৎ করে মুখ্য দুই চরিত্রের মধ্যে বচসার সৃষ্টি হয়। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে জয় বন্দোপাধ্যায়ের তর্কবিতর্ক প্রায় শারীরিক নিগ্রহে পৌঁছে যায়। কেন এরকমটা ঘটল? সেদিন কী হয়েছিল জীয়নকাঠির সেটে? চলুন জেনে নেওয়া যাক।

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান তিনি অভিনেত্রীকে কোনোভাবেই শারীরিক নিগ্রহ করেননি। একসঙ্গে দুজনের একটি সিনের শ্যুট শুরু হওয়ার আগের মুহূর্ত অবধি ঐন্দ্রিলা ফোনে কথা বলেছিলেন আর তা দেখেই ফোন রাখতে বলায় ঐন্দ্রিলা জয়কে শট দিতে বলে ফ্লোর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। জয়ও সে সময় বেড়িয়ে যাওয়ার জন্য এগোন, বেরোনোর দরজা ছোট হওয়ার তিনি ঐন্দ্রিলার হাত ধরে তাকে সরিয়ে দেন এবং ওই একবারই তিনি ঐন্দ্রিলাকে টাচ করেছেন। জয় স্বীকার করেছেন যে তিনি বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছেন বটে তবে রাগের মেজাজে কী বলেছেন সবটা তার মনে নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কৃষ্ণকলির সঙ্গে বিশেষ মুহূর্তের ভিডিও ফাঁস করলেন নিখিল, দেখুন ভিডিও

অন্যদিকে ওই একই সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানান, সেটের সবাই জানত তিনি তার মায়ের সঙ্গে কথা বলছেন, তবুও জয় তার উপর অযথা আক্রমন করেন। সেকারনেই তিনি যখন রাগ করে বেড়িয়ে যাচ্ছিলেন তখন রুমে অন্য দরজা থাকা সত্ত্বেও জয় তার দিকে মারমুখী হয়ে তেড়ে আসেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

অভিনেত্রীর উপর শারীরিক নিগ্রহের অভিযোগ এই অভিনেতার বিরুদ্ধে

এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ঐন্দ্রিলা এবং আর্টিস্ট ফোরাম থেকেও জয়কে তিনি মাসের জন্য ব্যান করা হয়েছে আর ধারাবাহিকেও তার জায়গায় অন্য অভিনেতাকে নিয়োগ করা হয়েছে।

ধারাবাহিকের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বক্তব্য, জয় প্রায়শই এরকমটা করে থাকে। সেটে এলে ঝামেলা করা ও বাকিদের গালিগালাজ করা এগুলি প্রায়দিনই চলত। ওর মুড বুঝে সকলকে শ্যুটিং সারতে হত। এদিন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ঐন্দ্রিলাকে মারার জন্য তার মেক-আপ রুমে পর্যন্ত ছুটে আসেন তিনি। যদিও জয়ের বক্তব্য তিনি নিজেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এসেছেন।

About Author