কৌশিক পোল্ল্যে: বাংলা ধারাবাহিকে এক নতুন মোড় ঘুরিয়ে দেয় ‘ইরাবতীর চুপকথা’। নতুন স্বাদের এই গল্পে দর্শকদের আগ্রহ বেড়েছিল বেশ অনেকখানি। এই সিরিয়ালের অভিনেতা সৈয়দ আরেফিন বর্তমানে একজন বং ক্রাশ, তাকে হট হাঙ্ক বললেও ভুল কিছু বলা হবে না।
এই সিরিয়ালের আর এক বাড়তি পাওনা ইরাবতী ওরফে মনামী ঘোষ। বর্তমান বাংলা ধারাবাহিকে তার মতো পোক্ত অভিনেত্রীর সংখ্যা নেহাত কম। এই যুগলের মিশেলে সিরিয়ালের টিআরপি আজও এতটুকু কমেনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সাদা লেহেঙ্গায় হট লুকে মৌনি রায়, উত্তাল নেট দুনিয়া
সিরিয়ালের শ্যুটিংএর ফাঁকে সময় করে ছুটির মেজাজে মনামী করলেন একটি সুন্দর পোস্ট। ছোট পোশাকে নিশ্চন্তে বসে রয়েছেন এক সি বিচে, পাশে একটি গ্লাস। ছবির ক্যাপশনে লেখা ‘আইসড টি অ্যান্ড অল’। ছবি দেখে সহজেই বোধগম্য হয়, বেশ খুশির আমেজেই রয়েছেন তিনি।
‘মুক্তি’, ‘বেলা শেষে’ সহ বহু সিনেমায় কাজ করেছেন মনামী। তবে ইরাবতী হিসেবে তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তার এই ছবিটি নীচে রইল আপনার জন্য।