Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার বাংলা সিরিয়ালের এক অভিনেতা সহ ১৬ জন

আবারও একবার মধুচক্র মামলায় ফাঁসল টালিগঞ্জ টেলিভিশন ইন্ডাস্ট্রি। গতকাল রাতে টালিগঞ্জ ও তালতলা এলাকার দুটি স্পা থেকে মধুচক্র চালানোর অভিযোগে 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন বাংলা সিরিয়ালের…

Avatar

আবারও একবার মধুচক্র মামলায় ফাঁসল টালিগঞ্জ টেলিভিশন ইন্ডাস্ট্রি। গতকাল রাতে টালিগঞ্জ ও তালতলা এলাকার দুটি স্পা থেকে মধুচক্র চালানোর অভিযোগে 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ।বহুদিন ধরে তক্কে তক্কে থেকে গতকাল রাতে কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালায়।টালিগঞ্জ এলাকার রাসবিহারী অ্যাভিনিউ-এর স্পা থেকে বাংলা সিরিয়ালের অভিনেতা সহ 11 জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে তালতলা থানা এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের একটি স্পা-তে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে।

বাংলা সিরিয়ালের ধৃত অভিনেতা জানান যে,তিনি ক্রেতা হিসাবে ওই স্পা-তে এসেছিলেন।এখান থেকে নারী পাচার চক্র চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।ওই দুটি স্পা থেকে বেশ কিছু তরুণীকে উদ্ধার করেছে পুলিশ যাদের বয়ান নেওয়া হয়েছে।ধৃতদের মধ্যে কয়েকজন কিপার রয়েছে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতা শহরে ইতিউতি গজিয়ে উঠেছে প্রচুর বিউটি পার্লার ও স্পা সেন্টার। সেগুলির বাইরের চাকচিক্য দেখে বোঝার উপায় নেই ভিতরে কি চলছে। কিছুদিন আগে হাওড়া ও বেলুড়ের নামী দুটি মলের স্পা থেকে নারী পাচারকারী চক্রের কয়েকজন পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে এরকম অনেক স্পা-এর সাথে টলি টাউনের চোরাগোপ্তা যোগ পাওয়া গেছে।

About Author