তবে এই মুহূর্তে ছোটপর্দার অভিনেত্রী তিয়াসা রায় রয়েছেন একেবারে ছুটির মুডে। হলুদ সর্ষে ক্ষেতের মাঝে লাল পোশাকে দেখা মিলেছে অভিনেত্রীর। সম্ভবত কোথাও ঘুরতে গিয়েছেন তিনি। সেই ছবিই নিজের অনুরাগীদের সাথে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এই মুহূর্তে তার সেই ছবি ১০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন। সন্ধ্যা নামার আগে ছবিটি তুলেছেন অভিনেত্রী। দুটি ছবি শেয়ার করেছেন তিনি। তার অনুরাগীদের পাশাপাশি সকল নেটিজেনরাও এই ছবি পছন্দ করেছেন।বর্তমানের অভিনেত্রী হিসেবে তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। প্রতিদিন অভিনেত্রী কিছু না কিছু শেয়ার করতেই থাকেন। যা ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা এই ছবি দুটিও ব্যতিক্রমী নয়।
Tiyasha Roy: হলুদ সর্ষে ক্ষেতে লাল পোশাকে তিয়াসা, ছুটির মুডে অভিনেত্রী
চলতি বছরের শুরুর দিকেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে 'কৃষ্ণকলি' ধারাবাহিক। গত তিনবছর ধরে ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিয়াসা রায়। শ্যামার চরিত্রে ইতি টেনে একটা ছোট…

আরও পড়ুন