Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়

কৌশিক পোল্ল্যে: আবারো সিনেপাড়ায় বিয়ের সানাই বাজল বলে। আরও এক হট বলিউড কাপলের বিয়ে হতে চলেছে অতি শীঘ্রই এবং পাত্রী এই বাংলারই মেয়ে। অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ…

Avatar

কৌশিক পোল্ল্যে: আবারো সিনেপাড়ায় বিয়ের সানাই বাজল বলে। আরও এক হট বলিউড কাপলের বিয়ে হতে চলেছে অতি শীঘ্রই এবং পাত্রী এই বাংলারই মেয়ে। অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এক বলিউড অভিনেতা।

সদ্যই নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এই সুখবর প্রকাশ্যে আনলেন খোদ অভিনেত্রী। তার বিয়ে হতে চলেছে বলিউড টেলিভিশন জগতের প্রখ্যাত অভিনেতা কুনাল বর্মার সঙ্গে। ইতিমধ্যেই যুগল সেরে ফেললেন তাদের এনগেজমেন্ট, সেই বিশেষ মুহূর্তের ছবিটিই পোস্ট করলেন পূজা। দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর সুন্দর সিদ্ধান্তে উপনীত হলেন এই জুটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : গালে নানারকমের রঙ, বসন্তোৎসবে মেতে উঠলেন শ্রীলেখা মিত্র, দেখুন সেই ছবি

বাংলা বানিজ্যিক ছবির অভিনেত্রী পূজা ‘চ্যালেঞ্জ 2’, ‘লাভেরিয়া’, ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’ প্রভৃতি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। রকি সিনেমাটির পরপরই তিনি পাড়ি দেন বলিউডে। সুযোগ আসে বলিউডের হাইপ্রোফাইল মেগাসিরিয়াল ‘মহাদেব’ এ দেবী পার্বতীর একটি চরিত্রে অভিনয় করার। এরপরই আরও বেশ কিছু সিরিজে নজর কাড়েন তিনি, হয়ে ওঠেন বলিউড টেলিজগতের একটি পরিচিত নাম। রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর তেরো তম সিজনটির গ্র্যান্ড ওপেনিং এ তাকে গেস্ট হিসেবে দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja) on

বলিউডে চুটিয়ে কাজ করার পর অভিনেতা দেবের অনুরোধে ফেরেন টলিউডে এবং তার সঙ্গে ‘হইচই আনলিমিটেড’ ছবিতে অভিনয় করেন। ‘বিবাহ অভিযান’ সিনেমায় ‘মিছরির দানা’ নামক আইটেম সং বাজিমাত করেন পূজা। এছাড়াও হইচই এর একটি ওয়েব সিরিজ ‘পাপ’ এ পার্বনী নামক চরিত্রে তাকে দেখা গিয়েছে। তাদের বিয়ের তারিখ নিয়ে স্পষ্ট কিছু না জানালেও, এই বছরের মধ্যে বা শেষের দিকে এই যুগল বিয়ে সারছেন এমনটাই অনুমান করা যায়।

About Author