কৌশিক পোল্ল্যে: এনার কেরিয়ারের শুরুটা হয়েছিল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মা’ দিয়ে, ঝিলিকের ছোট কাকিমার চরিত্রে অভিনয়কারী এই অভিনেত্রীর বয়স তখন ছিল অনেকটাই কম। খুবই স্বল্প বয়সে একের পর এক টিভি সিরিজে বিভিন্ন চরিত্রে রূপদান করেন। কথা হচ্ছে অভিনেত্রী এনা সাহাকে নিয়ে।
এরপর ‘সুভাষিনী’ ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেন। আরও বিভিন্ন ধারাবাহিক যেমন ‘রাত ভোর বৃষ্টি’, ‘বন্ধন’, ‘বউ কথা কও’এ তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। মেগাসিরিয়ালের যাত্রা শেষ করে 2011 সালে তার প্রথম ছবি ‘আমি আদু’র মাধ্যমে টলিউডে ডেবিউ করেন। তবে এনা পরিচিতি পেতে শুরু করেন রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার 2’ ছবিটি করার পর। এনার কেরিয়ারের অন্যতম ছবিগুলি হল ‘বোঝেনা সে বোঝেনা’, ‘রাজকাহিনী’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ প্রমুখ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোশাল মিডিয়ার নিয়মিত সক্রিয় থাকা এই অভিনেত্রী উষ্ণ ছবির জোয়ারে ভাসিয়ে দেন যুবকদের মন। নিজের সৌন্দর্যে ও হটনেসে মুগ্ধ করেছেন অগনিত দর্শকদের। তার অনুরাগীর সংখ্যা বেড়ে প্রায় 1 মিলিয়নের পথে এনার এই ছবিগুলি দেখতে গেলে আপনাকে অবশ্যই নীচের পোস্টটি লক্ষ্য করতে হবে।
View this post on Instagram