ইডেন গার্ডেনে রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কর্নাটককে ১৭৪ রানে হারিয়ে তৃতীয়বার রঞ্জি ট্রফি জেতার লক্ষ্যে ফাইনালে পৌঁছালো বাংলা ক্রিকেট দল শুধু তাই নয়, ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনাল খেলবে বাংলা। কে এল রাহুল, মনীশ পান্ডে এবং করুন নায়ারের মতো তারকা সমৃদ্ধ কর্নাটক ঘরোয়া ক্রিকেটে রীতিমতো শক্তিশালী দল। এই বছর ইতিমধ্যেই তারা দুটি ঘরোয়া টুর্নামেন্টের ট্রফি জিতেছে এবং তৃতীয়টির লক্ষ্যে অগ্রসর হয়েছিল তারা কিন্তু তাদের সেই বিজয়রথ থামিয়ে দিল বাংলা।
ইডনের সবুজ উইকেটে টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় কর্ণাটক অধিনায়ক করুন নায়ার। অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ১৪৯ এবং নিম্নক্রমের ব্যাটসম্যানদের দারুন অবদানের জন্য বাংলা প্রথম ইনিংসে ৩১২ রান তুলতে সক্ষম হয়। এরপর ঈশান পোড়েল এর বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কর্ণাটক। মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় তারা। কৃষ্ণপ্পা গৌথাম সর্বোচ্চ ৩১ রান করেন। ঈশান ৩৯ রান দিয়ে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বাংলা ১৬১ রানে অলআউট হয়ে যায়। সুদীপ চ্যাটার্জি সর্বোচ্চ ৪৫ রান এবং অনুষ্টুপ ৪১ রান করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : শহরে পা রাখলেন মাহি, চেন্নাইতে জমকালো সম্বর্ধনা প্রদান, দেখুন ভিডিও
৩৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কে এল রাহুলের উইকেট হারায় কর্নাটক। দ্বিতীয় ইনিংসেও কর্নাটক ১৭৭ রানের বেশি তুলতে পারেনি। দেবদূত পাড্ডিকাল ৬২ এবং বোলার অভিমন্যু মিঠুন ৩৮ রান করে। দ্বিতীয় ইনিংসে বাংলা পেসার মুকেশ কুমার ৬ উইকেট নিয়েছেন। বাকি দুই পেসার ঈশান পোড়েল ও আকাশ দীপ ২ টি করে উইকেট দখল করেছেন। প্রথম ইনিংসে অপরাজিত ১৪৯ এবং দ্বিতীয় ইনিংসে ৪১ রানের ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা হয়েছেন অনুষ্টুপ মজুমদার।