Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Skin Care Tips: সপ্তাহে ২ বার এই জিনিসটি মুখে লাগান, ত্বক উজ্জ্বল হতে শুরু করবে

মার্চ মাসের মাঝ মাঝিতেই গরম কাল শুরু হয়ে যায়।গরমের মৌসুমে আমাদের ত্বকের নানা সমস্যা মোকাবেলা করতে হয়। এই দিনগুলিতে, মুখের দাগ এবং ত্বক প্রাণহীন দেখাতে শুরু করে। তাই ত্বককে কোমল…

Avatar

মার্চ মাসের মাঝ মাঝিতেই গরম কাল শুরু হয়ে যায়।গরমের মৌসুমে আমাদের ত্বকের নানা সমস্যা মোকাবেলা করতে হয়। এই দিনগুলিতে, মুখের দাগ এবং ত্বক প্রাণহীন দেখাতে শুরু করে। তাই ত্বককে কোমল করতে বেশিরভাগ মানুষই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। এমনই কিছু ঘরোয়া উপায় আছে, যেগুলো অবলম্বন করলে আপনি পেতে পারেন উজ্জ্বল ত্বক ও সুন্দর পরিপুষ্ট মুখ।

আমরা আপনার এই গ্রীষ্ম কালের সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। আজ কিছু ঘরোয়া প্যাক তৈরির পদ্ধতি শিখাবো আমরা আপনাদের। আর আর্টিফিসিয়াল প্যাক নয় এই সবই প্রাকৃতিক ফেসপ্যাক, তাই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও চিন্তার বিষয় নেই আপনাদের। শুধু এর লাভ ও গুন গুলো উপভোগ করুন। আসুন জেনে নেই প্যাকগুলোর বিষয়ে:-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) কমলার খোসা এবং দুধ দিয়ে তৈরি করুন একটি ফেসপ্যাক:-

প্রথমে কমলার খোসা শুকিয়ে পিষে সংরক্ষণ করুন। এর পর এক চামচ কমলার খোসার গুঁড়া নিন। এবার এতে দুধ মিশিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এই পেস্টটি মুখের সাথে আপনার ঠোঁটে লাগান এবং বিশ মিনিট পর ধুয়ে ফেলুন।
উপকারিতা- কমলার খোসা এবং দুধের প্যাক আপনার ত্বককে নরম ও গোলাপি অভা প্রদান করবে।

২)কলা-দুধ- মধু বা গোলাপ জলের ফেসপ্যাক:-

ফেসপ্যাকের জন্য কলা ও দুধও বেছে নিতে পারেন। অর্ধেক কলা নিন এবং ভাল করে চটকে নিন। তারপর এতে ১/৪ কাপ দুধ মেশান। এর পরে আপনি এক চামচ মধুও যোগ করুন। দুধ না থাকলে গোলাপজলও ব্যবহার করতে পারেন। এবার এই প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
উপকারিতা- কলা এবং দুধ দিয়ে তৈরি এই ফেসপ্যাকটি উজ্জ্বল ত্বক দিতে সাহায্য করতে পারে আপনাকে।

৩)মধু এবং স্বর দিয়ে তৈরি ফেসপ্যাক:-

প্রথমে এক চামচ মধু নিন।এবার এতে এক চামচ ক্রিম ভালো করে মিশিয়ে নিন।তারপর এই প্যাকটি আপনার ত্বকে লাগান। এরপর পাঁচ থেকে সাত মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন।তারপর ত্বকে কুড়ি মিনিট রেখে দিন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
উপকারিতা- ত্বককে কোমল ও পর্সা করতে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

বিজ্ঞপ্তি:- এই ত্বকের যত্নের প্রণালী গুলো কোনো বৈজ্ঞানিক গবেষণার ফলস্বরূপ নয়, শুধু ঘরোয়া ব্যাবহারের জন্যে। আপনি সতর্কতার জন্যে ব্যাবহারের আগে ডক্টর বা বিশেষজ্ঞের থেকে পরামর্শ নিতে পারেন।

About Author