উল্লেখ, বেন স্টোকসের অবসরের ঘোষণা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফেও জানানো হয়েছে এবং দীর্ঘ ১১ বছর ধরে দেশের সেবা করার জন্য বেন স্টোকসকে কৃতজ্ঞতা জ্ঞপণ করেছে ক্রিকেট ইংল্যান্ড। আপনাদের জানিয়ে রাখি, স্টোকস ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। যেখানে ৩৯.৪৪ গড়ে ২৯১৯ রান সংগ্রহ করেছেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৩টি সেঞ্চুরি এবং ২১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার নামে। সাথে বল হাতে ৭৪টি উইকেট নিয়েছেন তিনি।❤️🏴 pic.twitter.com/xTS5oNfN2j
— Ben Stokes (@benstokes38) July 18, 2022
Ben Stokes: একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বেন স্টোকস
হঠাৎই ইংল্যান্ডের ক্রিকেটে নক্ষত্রপতন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেট কে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। এক টুইট বার্তায় নিজের অবসরের ঘোষণা করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। টুইটারে তিনি…

আরও পড়ুন