Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লড়াকু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার বন্দোবস্ত করে নজির বেলুড় মঠের

কলকাতা : বরাবরই উদারতার নজির রেখেছে বেলুড় মঠ। দুস্থ মানুষের পাশে থাকা থেকে দরিদ্রদের খাবার দিয়ে সাহায্য করা, সবেতেই পাশে থেকেছে বেলুড় মঠ কতৃপক্ষ। আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিল…

Avatar

কলকাতা : বরাবরই উদারতার নজির রেখেছে বেলুড় মঠ। দুস্থ মানুষের পাশে থাকা থেকে দরিদ্রদের খাবার দিয়ে সাহায্য করা, সবেতেই পাশে থেকেছে বেলুড় মঠ কতৃপক্ষ। আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন ও মঠ। এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াকু চিকিৎসকদের জন্য অতিথিশালা খুলে দিলেন তাঁরা। জানা গিয়েছে, ২৬ জন স্বাস্থ্যকর্মী বেলুড় মঠের অতিথিশালায় থাকবেন।

সূত্রের খবর, অতিথিশালায় থাকা প্রত্যেক চিকিৎসক হাওড়ার টিএল জয়সওয়াল হাসপাতালে কর্মরত। চিকিৎসকরা জানিয়েছেন, ‘বাড়ি ফিরতে পারছেন না তাঁরা। করোনাকে হার মানাতে দিনরাত এক করে কাজ করে চলেছেন তাঁরা, লক ডাউনের জেরে বাড়ি যাওয়ার সুযোগটুকুও নেই।’ তাই তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ কতৃপক্ষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অতিথিশালার দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী সুব্রতনন্দ জানাচ্ছেন, ‘মানব সেবায় সবসময় এগিয়ে গিয়েছে বেলুড় মঠ কতৃপক্ষ। তাই এবারও প্রশাসন অনুরোধ করতেই আমরা সেই অনুরোধের মর্যাদা দিয়েছি। আগামীতেও বেলুড় মঠ এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।’

এরপর হাওড়া জেলা প্রশাসন বেলুড় মঠ কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। তাঁরা আরও বলেছেন, ‘লক ডাউনের কারনে চিকিৎসক ও নার্সরা নিজেদের বাড়ি যেতে পারছেন না। আর তারপরই মঠ কতৃপক্ষকে জানানো হয়। সেখানে অতিথিশালায় রয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এরফলে তাঁরা নিজেদের কাজে দ্রুত যোগ দিতে পারবেন এবং নিশ্চিন্তে থাকতে পারবেন।’

About Author