কৌশিক পোল্ল্যে: ব্যালে ড্যান্স এমন একটি আর্ট ফর্ম যা দেখলে একনিমেষেই মন ভালো হয়ে যায়। সুন্দরভাবে এই নাচ পরিবেশন করে লাইমলাইট ছিনিয়ে নিলেন এই তরুনীরা। একটি ড্যান্স ভিডিয়োতে ‘আফগান জালেবি’ গানে কোমর দোলালেন এই সকল তরুনী।
নাচের স্টেপে মুগ্ধ করলেন সকলকে। প্রত্যেকেই পেশাদার নৃত্যশিল্পী। অনেকেই মনে করেন ব্যালে নাচতে বোধহয় রোগা হতে হয়, কিন্তু সেই সংজ্ঞা ভেঙে দিয়ে মনোরম নাচলেন স্বাস্থ্যবতীরাও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ভিড় ট্রেনে অবিকল রফির গলার গেয়ে উঠলেন এক ব্যক্তি, মুহুর্তের মধ্যে ভাইরাল ভিডিও
ভিডিও ফেসবুকে আপলোড হতেই কমেন্টবক্সে ভরে ওঠে হাজার হাজার ধনাত্বক বার্তা। ভিডিয়োর ভিউস এক লক্ষ পার করে গিয়ে ইতিমধ্যে দু লক্ষের গন্ডি পেরোবার অপেক্ষায়। সেই মন ভালো করা নৃত্যের ডালি নীচে সাজানো রইল আপনার জন্য।