সপ্তমীর সন্ধেতে বেলেঘাটা আইডিতে ভয়াবহ আগুন, আতঙ্কিত রোগীরা

Advertisement

Advertisement

কলকাতা একি চারিদিকে করোনা পরিস্থিতি তার ওপর আকাশের মুখ ভার এমন প্রতিকূল পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পালন করা হচ্ছে আজ শুক্রবার মহাসপ্তমী আর এই সপ্তমীর সন্ধিতে বেলেঘাটা আইডি হাসপাতাল ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন এসেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের সুপার আশীস মান্না এ বিষয়ে জনিয়েছেন, ‘বিকেল সাড়ে চারটের পর স্টোররুমে আগুন লাগে। দ্রুত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সকলকে নিরাপদে জায়গায় কাজ হচ্ছে।’ হাসপাতাল সূত্রে খবর, স্টোর রুমে স্যানিটাইজার রাখা ছিল, সম্ভবত সেই কারণেই আগুন ছড়িয়েছে। ঘটনায় রোগীদের কোনও ক্ষয়ক্ষতি অবশ্য হয়নি।

Advertisement

স্টোর রুম থেকে রোগীদের থাকার জায়গা অনেক দূরে, সেই কারণেই সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। কোথা থেকে আগুন লাগে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। একটি আভ্যন্তরীন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে এই আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন হাসপাতালে থাকা রোগীরা, এমনটা বলাই যায়।

Advertisement

Recent Posts