সূর্যকে গ্রাস করল চাঁদ

Advertisement

Advertisement

চাঁদ নাকি সূর্যকে গ্রাস করেছে। এমন ঘটনাও ঘটে? হ্যাঁ ঘটে। অন্তত নাসার বিশেষজ্ঞরা এমনটাই দাবি করেছেন। বর্তমানে আকাশ ভরা সূর্য তারার লক্ষ্যেই কাজ করছেন নাসার বিজ্ঞানীরা। তাদের গবেষণায় এই মুহূর্তে চাঁদের কোনও স্থান ছিল না। কিন্তু সেটা বোধ হয় চাঁদ মামার খুব একটা পছন্দ হয়নি। তাই তিনি নিজেই দায়িত্ব নিয়ে নাসার বিজ্ঞানীদের টেলিস্কোপে ধরা দিয়ে দিলেন। নাসার গবেষকদের টেলিস্কোপের সামনে চাঁদ-সূর্যের ৪৪ শতাংশ কালো বলযের মাধ্যমে ঢেকে দিয়েছে।

Advertisement

খবর বলছে যে, এই ঘটনাটি ঘটেছে প্রায় মিনিট পঞ্চাশ ধরে! এতক্ষণ ধরে নেওয়া ভিডিও তো আর পোস্ট করা সম্ভব নয়। তাই আদতে কী হয়েছিল, তার একটা সারসংক্ষেপ পোস্ট করেছে নাসা। আর তারপরেই দারুণ হইচই শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন না, সূর্যের ব্যাস প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার; আর চাঁদের ব্যাস ৩,৪৭৪.২০৬ কিলোমিটার! সেদিক থেকে দেখলে এই অসাধ্য সাধনের ঘটনাকে ট্যুইটারে চাঁদের স্পর্ধা বলেই ব্যাখ্যা করছেন। আর এই বিরল ঘটনার সাক্ষী থাকলেন নাসার গবেষকরা। কিন্তু এমন বিরল ঘটনা ঘটলো কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Tags: moonNASASun

Recent Posts