Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দোলের আমেজে ‘বেলা শুরু’, শারী পরে রঙ খেললেন মনামী ঘোষ, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: প্রকৃতিতে বসন্তের হাওয়া বইতে শুরু করে দিয়েছে। আর বসন্ত মানেই দোল, অর্থাৎ রং এর উৎসব। এদিনটি রং এর ছোঁয়ায় রঙিনরূপে মেতে ওঠার দিন। যদিও ছুটির কথা মাথায় রেখে…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রকৃতিতে বসন্তের হাওয়া বইতে শুরু করে দিয়েছে। আর বসন্ত মানেই দোল, অর্থাৎ রং এর উৎসব। এদিনটি রং এর ছোঁয়ায় রঙিনরূপে মেতে ওঠার দিন। যদিও ছুটির কথা মাথায় রেখে স্কুল ও কলেজের ক্যাম্পাসে তার বেশ কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে যায় ‘বসন্তোৎসব’ যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির প্রিয় আবেগ রবি ঠাকুর।

এরকমই এক বসন্তোৎসবে বঙ্গসাজে ধরা দিলেন মনামী ঘোষ। একেবারে খাঁটি বাঙালি লুকে গায়ে আবির লাগিয়ে দোলে মেতে উঠলেন তিনি। সেই সঙ্গে শুরু হল বেলা শুরুর গান। নতুন করে সেই ভাবনাই প্রস্ফুটিত হল ‘উইন্ডোস’ প্রযোজনা সংস্থার তরফে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা জুটির মাইলস্টোন সেট মুভি ‘বেলা শেষে’ অলটাইম ব্লকবাস্টার ভার্ডিক্ট পায়। ছবিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্না সেনগুপ্ত, খরাজ মুখার্জী, অপরাজিতা আঢ্য, ইন্দ্রানী দত্ত, মনামী ঘোষ সহ আরও অনেকে।

আরও পড়ুন : জমজমাট অ্যাকশনে ভরপুর অক্ষয়ের ‘সূর্যবংশী’, দেখে নিন ছবির দুর্দান্ত ট্রেলার

জীবনের সিংহভাগ যাত্রা পেরিয়ে দুই প্রবীনের নতুন করে কাছে ফিরে আসার এই গল্প দর্শকদের মুগ্ধ করে। ছবির সাফল্যের পর এই প্রজেক্টের সিক্যুয়েল নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা চলছে যার নাম ‘বেলা শুরু’।

একইরকম স্টারকাস্ট থাকছে এই ছবিটিতেও, সেকথা খোলসা করলেন মনামী। যেহেতু এই বসন্তোৎসবে সামিল ছিলেন ছবির সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। সকলের সম্মিলিত একটি ছবি পোস্ট করলেন মনামী, যার ক্যাপশনে লেখা রঙ নিয়ে কারবার, বেলা শেষের পাঁচ বছর পর আবারো দোলের উৎসবে মাতবে বেলা শুরু। অতএব শিবু-নন্দিতার আরও একটি জমজমাট সিনেমা পেক্ষাগৃহে এল বলে। বসন্তোৎসবে দোলের এর রং মিশে সেইসব তারকাদের ছবিতে একঝলক চোখ বুলিয়ে নিন।

About Author