Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

রাস্তায় প্রচারে নামলেন বিজেপি প্রার্থী পায়েল সরকার, দেওয়ালে আঁকলেন পদ্মের ছবি

বেহালা পূর্বের বিজেপি বিধায়ক হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী পায়েল সরকার

×
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এবারের নির্বাচনে নিজেদের অস্তিত্বের দম দেখাতে ইতিমধ্যেই রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ভোট প্রচার করতে নিজেদের অঞ্চলে বেরিয়ে পড়েছে। একুশে নির্বাচনে গেরুয়া শিবিরে দেখা গেছে টলিউড তারকাদের ঢল। বিজেপিতে যোগদান করেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী প্রমুখরা। অন্যদিকে গেরুয়া শিবিরে টলিউড তারকা শ্রাবন্তী চ্যাটার্জী, পায়েল সরকার প্রমুখরা যোগদান করেছে। এবার আজ অর্থাৎ বুধবার পায়েল ঘোষকে রাস্তায় নেমে বিজেপির হয়ে ভোট প্রচার করতে এবং দেয়াললিখন লিখতে দেখা গেল।

Advertisements
Advertisement

আসলে বেহালা পূর্বের প্রার্থী হয়েছেন তিন রাজনৈতিক দলের তিন মহিলা। তৃণমূল কংগ্রেস বেহালা পূর্ব থেকে দাঁড় করিয়েছে শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়কে। এছাড়া সংযুক্ত মোর্চার মনোনীত সিপিএম প্রার্থী হয়েছেন শমিতা হর চৌধুরী। এছাড়া বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল সদ্য বিজেপিতে যোগদান করার টলিউড তারকা পায়েল সরকার। এদিন পায়েল সরকারকে ভোটপ্রচার করতে নেমে দেয়াললিখনের কাজে অংশগ্রহণ করতে দেখা গেল। এছাড়াও বিজেপির এই অভিনেত্রী প্রার্থী দেয়াল লিখন ছেড়ে মাঝখানে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেছেন। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি তাদের সমস্যার মূল অব্দি গিয়ে তার সমাধান করার চেষ্টা করেছেন।

Advertisements

অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পায়েল সরকার বলেছেন, “আমি নির্বাচনে যদি জিতে যাই তাহলে আমি অন্যদের মত উবে যাব না। আমি সাধারন মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করব। তাই আমাকে ভরসা করে আপনারা ভোট দিতে পারেনি। যেকোনো মানুষের সুখে দুঃখে আমি পাশে থাকব। এলাকার কোন মানুষকে কষ্ট পেতে দেব না।”

Advertisements
Advertisement

Related Articles

Back to top button