Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বছর ঘুরতেই বদলাবে ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মাবলী

সারা দেশ জুড়ে ‘এক দেশ এক রেশন কার্ড’ স্কিম চালুর পরই ভারতীয় সংস্থা RuPay কন্ট্যাক্টলেস ডেবিট ও ক্রেডিট কার্ড জারি করেছিল৷ এই কার্ডগুলির মাধ্যমে পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে শপিং…

Avatar

সারা দেশ জুড়ে ‘এক দেশ এক রেশন কার্ড’ স্কিম চালুর পরই ভারতীয় সংস্থা RuPay কন্ট্যাক্টলেস ডেবিট ও ক্রেডিট কার্ড জারি করেছিল৷ এই কার্ডগুলির মাধ্যমে পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে শপিং মল সমস্ত জায়গাযতে সহজেই ক্যাশ ছাড়াই পেমেন্ট করা যাবে। তবে শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস জানান, এই কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্টের নিয়মে বড় বদল আনা হয়েছে ৷

নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে কন্ট্যাক্টলেস কার্ডে পিন ছাড়া সবচেয়ে বেশি ৫০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে৷ জানানো হয়েছে পুরো দেশে এই নিয়ম ১ জানুয়ারি ২০২১ থেকে লাগু করা হবে ৷ যদিও বর্তমানে কন্ট্যাক্টলেস কার্ডে অধিকতম ২০০০ টাকা পর্যন্তই পেমেন্ট করা যায় ৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও জানানো হয়েছে, এই কার্ড স্মার্ট কার্ডের মতো হয়। দিল্লি মেট্রোতে এই ধরনের কার্ডই ব্যবহার করা হয়,যা রিচার্জ করে ব্যবহার করা যায় ৷ এবার থেকে দেশে RuPay যে ডেবিট বা ক্রেডিট কার্ড জারি করবে তাতে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ফিচার করা থাকবে, ফলে যে কোনও অন্যান্য ওয়ালেটের মতোই এই কার্ড কাজ করবে ৷ ফলে এই টেকনোলজিতে কার্ড সোয়াইপ করার দরকার পরবে না ৷ পয়েন্ট অফ সেল মেশিনে কার্ড ইনসার্ট করলেই পেমেন্ট হয়ে যাবে৷ এমনকি মেশিন ২ থেকে ৫ সেন্টিমিটারের দূরে থাকলেও কার্ড থেকে সহজেই পেমেন্ট হয়ে যাবে ৷ একদিনে ৫ কন্ট্যাক্টলেস ট্রানজেকশন করা যাবে, কিন্তু এর অধিক পেমেন্টের জন্য পিন দিতে হবে ৷

About Author