Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতায় আসার আগে বিশেষ টুইট প্রধানমন্ত্রীর, দেখে নিন, কী লেখা আছে তাতে

নয়াদিল্লি: নেতাজির (Netaji) ১২৫তম জন্মজয়ন্তী নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। 'দেশনায়ক দিবস' বনাম 'পরাক্রম দিবস' নিয়ে রাজনৈতিক তরজায় নেমেছে তৃণমূল (TMC)-বিজেপি (BJP)। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে নেতাজি নিয়ে রাজনীতি করছে বিজেপি। যার…

Avatar

নয়াদিল্লি: নেতাজির (Netaji) ১২৫তম জন্মজয়ন্তী নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ‘দেশনায়ক দিবস’ বনাম ‘পরাক্রম দিবস’ নিয়ে রাজনৈতিক তরজায় নেমেছে তৃণমূল (TMC)-বিজেপি (BJP)। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে নেতাজি নিয়ে রাজনীতি করছে বিজেপি। যার পাল্টা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। অতীতের পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন, নেতাজি শ্রদ্ধা জানাতে আগে কী কী করেছে মোদি সরকার।

এদিন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে মোদির পরাক্রম দিবসের সূচনা নিয়ে সূচি দেওয়া হয়। যেখানে কলকাতায় প্রধানমন্ত্রীর সফরসূচির পাশাপাশি রয়েছে অতীতের পরিসংখ্যান। ষেখানে দেখানো হয়েছে, ২০১৫-১৬ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ১০০টি ফাইল প্রকাশ্য়ে আনে মোদী সরকার। সেগুলির ডিজিটালাইজ করা হয় এই বর্তমান সরকারের আমলেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখানেই শেষ নয়। ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রথম তেরঙা পতাকা তোলেন নেতাজি। ২০১৮ সালে সুভাষ চন্দ্রের এই পতাকা উত্তোলনের ৭৫তম বর্ষ উৎযাপন করে কেন্দ্রীয় সরকার। এছাড়াও রস আইল্যান্ডের নাম বদলে রাখা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ। আরও দুটি দ্বীপের পুনরায় নামকরণ হয়। হ্যাবলক দ্বীপের নাম বদলে দেওয়া হয় স্বরাজ দ্বীপ। পাশাপাশি নেল আইল্যান্ডের নতুন নামকরণ হয় শহিদ দ্বীপ। এছাড়াও আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর উপলক্ষ্য়ে লালকেল্লায় সুভাষ চন্দ্র বসুর নামে মিউজিয়াম তৈরি করে ভারত সরকার।

About Author