Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নির্বাচনের আগে ভারতের সঙ্গে একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি সেরে ফেলল আমেরিকা

ওয়াশিংটন: সামনে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগে ভারতের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বেশ কিছু চুক্তি সেরে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্যতম হল, গোয়েন্দা তথ্য আদান-প্রদান। অর্থাৎ ভারতকে গোয়েন্দা তথ্য…

Avatar

ওয়াশিংটন: সামনে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগে ভারতের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বেশ কিছু চুক্তি সেরে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্যতম হল, গোয়েন্দা তথ্য আদান-প্রদান। অর্থাৎ ভারতকে গোয়েন্দা তথ্য দেবে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের আসনে বসবেন কিনা, তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে বিশ্বের রাজনৈতিক মহলে। আর তারই মধ্যে ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্বের রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের জুলুমগিরি খর্ব করার জন্য ভারতকে পাশে চেয়েছে ট্রাম্প প্রশাসন। আর ভারত-আমেরিকার পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে। আজ, মঙ্গলবার ভারত ও আমেরিকার টু প্লাস টু বৈঠক ছিল। সেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী আমেরিকার প্রতিরক্ষা সচিব মার্ক এম্পায়ার এবং মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়র সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আমেরিকার দুই প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন। এদিনের বৈঠক থেকেই বেশ কিছু প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি দুই দেশের মধ্যে সাক্ষর হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৈঠক শেষে মার্কিন বিদেশ সচিব পম্পেয় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে গণতন্ত্রের বন্ধু নয় চিনা কমিউনিস্ট পার্টি। যেভাবে হুমকির কারণ হয়ে বর্তমানে দাঁড়িয়েছে চিনা কমিউনিস্ট পার্টি, তাতে ভারত ও আমেরিকা কঠিন ব্যবস্থা নিচ্ছে। চিনে আইন-শৃঙ্খলার কোনও বালাই নেই।’ এভাবেই ভারত-আমেরিকার টু প্লাস টু বৈঠক শেষেও চিনকে একহাত নিতে ছাড়ল না আমেরিকা।

About Author