সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে একটি সুবিশাল পরিপাটি লাইব্রেরীর মাঝেই অফশোল্ডার কালো লং গাউনে একেবারে পরির সাজেই দেখা গিয়েছে। এদিন মানানসই নেকলেসের সেট ও ব্রেসলেটও পরেছিলেন অভিনেত্রী। লাল লিপস্টিকে নিয়েছিলেন নুড মেকাপ। ঠোঁটে বজায় ছিল সেই চিরপরিচিত হাসি, যা আবারো ঘায়েল করেছে তার অগণিত ভক্তদের, যার ঝলক রয়েছে কমেন্টবক্সেই। কখনো আয়নার সামনে, কখনো লাইব্রেরীতে, আবার কখনো রুফটপে দাঁড়িয়েই তুলেছেন ছবি। সেইসমস্ত ঝলকই অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক পোস্টেই মিলবে। বলাই বাহুল্য, এই মুহূর্তে অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক অ্যাস্থেটিক গাউন লুককে কেন্দ্র করেই পুনরায় একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Monalisa: কালো অফশোল্ডার গাউনে কিলার লুকে অভিনেত্রী মোনালিসা, ছবি দেখে গলে যাবেন
অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের…

আরও পড়ুন