সময় ও সুযোগের অভাবে অনেকেই নিজের প্রতিভাকে প্রকাশ করতে পারেন না। তবে সেইসমস্ত মানুষের কাছে নিজের প্রতিভাকে পৌঁছে দেওয়ার একটি পথ খুঁজে দিয়েছে এই সোশ্যাল মিডিয়াই। এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে নিমেষে একাংশ পৌঁছে যেতে চান হাজারো মানুষের কাছে। আর এক্ষেত্রে নিরাশ হন না কেউই। যদি কেউ সত্যিই প্রতিভাবান হন তাহলে, তিনি নিঃসন্দেহে এই নেটদুনিয়ার সূত্র ধরেই পৌঁছে যান সাধারণের মাঝে। প্রশংসিতও হন তাদের কাছে। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।
‘কিসি ডিস্কো মে যায়ে’ গানে জরালো নাচ সুন্দরী যুবতীর, হার মানালেন রবিনা ট্যান্ডনকেও
১৯৯৮-তে 'বাড়ে মিয়া ছোট মিয়া' মুক্তি পেয়েছিল বড়পর্দায়। গোবিন্দ ও রবীনা ট্যান্ডনের পাশাপাশি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের অমিতাভ বচ্চন ও রাম্যা কৃষ্ণান। নিঃসন্দেহে দর্শকমহলে হিট করেছিল এই…

আরও পড়ুন