সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এক সুন্দরীর সাথে ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে অক্ষয় পুত্রের। থেকে থেকেই নেটমহলে তাদের একসাথে দেখা মেলে। তবে ইনি কে! তা জানেন না অনেকেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে আরব ভাটিয়ার সাথে যাকে দেখা যাচ্ছে তিনি নাওমিকা সরন। নাওমিকা টুইঙ্কেল খান্নার বোন রিঙ্কি খান্নার কন্যা। উল্লেখ্য, রিঙ্কি খান্না ইন্ডাস্ট্রির প্রাক্তন অভিনেত্রী। অতএব, আরব ও নাওমিকা একে অপরের সাথে ভাই-বোনের সম্পর্ক ভাগ করে নেন ছোট থেকেই। ভাই-বোন হওয়ার সূত্রে তারা একে অপরের খুবই কাছাকাছি, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ছবিতেই সেই ঝলক স্পষ্ট। বলাই বাহুল্য, সময় পেলেই নাওমিকা ও আরব একসাথে সময় কাটান। ভাগ করে নেন সেই ছবিও। সম্প্রতি তেমনি এক ঝলকের সূত্র ধরে চর্চায় তারা।নাওমিকার শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ছবিতে নীল রঙের একটি শার্টের পাশাপাশি গলায় মানানসই একটি হারও পরে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি নাওমিকাকে এদিন হালকা মেকাপে একটি ডিপ নেক লাইন কাটিং, স্প্যাগেটি স্ট্রাপড্ পোশাকে দেখা গিয়েছে। নাওমিকা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে শেয়ার করে নিয়েছেন এই ছবিটি। আপাতত, তার সেই শেয়ার করে নেওয়া ছবিটিই এখন সকলের মাঝে চর্চায়।
Akshay Kumar’s Son: ছবিতে দেখা এই সুন্দরী মেয়েটির সঙ্গে অক্ষয় কুমারের ছেলে আরভের বিশেষ সম্পর্ক, চিনে নিন তাঁকে
বলিউডের খিলাড়ি তিনি। সেই শুরুর সময় থেকেই সফলতার সাথে অভিনেতা হিসাবে দর্শকমহলে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে রেখেছেন তিনি। অ্যাকশন হোক কিংবা রোমান্স সবেতেই পর্দা কাঁপান তিনি। তার ছবি…

আরও পড়ুন