বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বেশিরভাগের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কমবেশি ছোট থেকে বড় প্রায় সকলেই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান সোশ্যাল মিডিয়ার পাতায়। কর্মব্যস্ত জীবনে নেটদুনিয়ায় বিনোদনের জন্যই চোখ রাখেন নেটজনতা। এক্ষেত্রে নিরাশ হন না কেউই। নেটজনতার জন্য সর্বদা একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলিও। সম্প্রতি তেমনি আরো এক ঝলক প্রকাশ্যে এসেছে।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল ইনস্টাগ্রাম, ইউটিউব ও ফেসবুক। ছোট-বড় প্রায় সকলেই এই প্ল্যাটফর্মগুলিতে রিল ভিডিও বানান নিজেদের বিনোদনের জন্য। তবে বেশিরভাগ সময়ই সাধারণের একাংশ সোশ্যাল মিডিয়ার পাতায় রিল ভিডিও দেখেই সময় অতিবাহিত করে দেন। তবে এমন অনেকেই রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেদের প্রতিভা দেখাতে সর্বদা আগ্রহী থাকেন। আর এই মুহূর্তে এক যুবতী নিজের বেলি নাচের দক্ষ প্রতিভার সূত্রেই চর্চায় উঠে আসেন একাংশের মাঝে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowVideo
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক যুবতীকে ‘নাচ মেরি লায়লা’র তালেই নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা গিয়েছে। এদিন এই গানের তালেই দক্ষ বেলি নাচ উপস্থাপন করেছেন এই যুবতী। এই ভিডিওটি বানানোর সময় নাচের সাথে মানানসই কালো ক্রপটপ ও সবুজ ট্রাউজারে ছিলেন তিনি। উল্লেখ্য গানের তালে তার প্রতিটি শরীরী মুভমেন্ট রীতিমতো দক্ষতার ছাপ রেখে গিয়েছে। আর তার এই দক্ষতা যে নজরে এসেছে সকলেরই, সেকথা কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে। এই মুহূর্তে তার এই নাচের ঝলক নেটদুনিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে একাংশের মাঝে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।