Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IND Vs WI: কোহলি নাকি রোহিত, ওয়েস্ট ইন্ডিজ সফরে কার হাতে থাকবে দলের নেতৃত্ব? চলে এলো বড় আপডেট

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও আইসিসি আয়োজিত কোন ট্রফি ওঠেনি ভারতের হাতে। ইতিমধ্যে দলে একাধিক পরিবর্তন করা হলেও ট্রফির কোটা থেকেছে বরাবরই শূন্য। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ব্যর্থতার…

Avatar

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও আইসিসি আয়োজিত কোন ট্রফি ওঠেনি ভারতের হাতে। ইতিমধ্যে দলে একাধিক পরিবর্তন করা হলেও ট্রফির কোটা থেকেছে বরাবরই শূন্য। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ব্যর্থতার পর দলের নেতৃত্ব গিয়েছে রোহিত শর্মার হাতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের নেতা হিসেবে আরও ব্যর্থতার পরিচয় দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এমনকি ক্রিকেটপ্রেমীদের এও বলতে শোনা যাচ্ছে, ‘কোটায় খেলার সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা, পারফরমেন্স তো শূন্য।’এই নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেও শিরোপার খরা কাটাতে পারল না ভারতীয় দল। ফলে সাময়িকভাবেই ব্যর্থ রোহিতের দিকে প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ ইতিমধ্যে বলতে শুরু করেছেন, পুনরায় বিরাট কোহলির হাতে তুলে দেওয়া হোক জাতীয় দলের ব্যাটন। শিরোপা জিতুক বা নাই জিতুক, অন্তত খেলার মাঠে অগ্রসনের সাথে খেলতে দেখা যাবে ভারতীয় দলের প্রত্যেকটি সদস্যকে। যা রোহিত শর্মার অধীনে প্রায় শূন্যে গিয়ে দাঁড়িয়েছে।’আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী মাসে সুদূর ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে যাচ্ছে বিরাট কোহলিরা। তবে এই সফরে ভারতীয় দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। রোহিত শর্মার ব্যর্থতার কারণে বিভিন্ন মাধ্যমে বিরাট কোহলির নাম উঠে এসেছে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে।তবে এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্যের পর কার্যতো স্পষ্ট হয়ে গেছে যে, কে থাকবেন ভারতীয় দলের নেতৃত্বে। ওই উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আপাতত ভারতীয় দলে অধিনায়ক পরিবর্তনের কোন পরিকল্পনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। রোহিত শর্মা যথেষ্ট ফিট রয়েছেন। তার নেতৃত্বে দল ভালো পারফরম্যান্স করছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে তার নেতৃত্বে টিম ইন্ডিয়া পারফরম্যান্স করবে।’
About Author