খেলাক্রিকেট

MS Dhoni: রাহুল-রোহিতের ক্ষমতা হ্রাস, ধোনিকে বিরাট দায়িত্ব দিতে চলেছে BCCI

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল।

Advertisement
Advertisement

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের পরিকল্পনা কার্যত ফ্লপ হয়েছে। পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক কে এল রাহুল চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দ্বারা বর্তমানে সমালোচিত হচ্ছে ভারতীয় দল। ব্যাট হাতে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং সূর্য কুমার যাদব ছাড়া বাকিরা ছিলো নিস্তব্ধ। সেই কারণে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে জর্জরিত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে বিশাল পরিবর্তন প্রয়োজন। ফ্লপ ক্রিকেটারদের ছাঁটাই করে দলে তরুন ক্রিকেটারদের জায়গা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

Advertisement
Advertisement

বিভিন্ন মহল থেকে ভারতীয় দলে পরিবর্তনের সুর বাঁজতেই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আসন্ন ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলকে নতুন রূপে সাজাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা গেছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড তরুণ ক্রিকেটার সম্মিলিত সেই দল সাজানোর দায়িত্ব তুলে দিতে চলেছে মহেন্দ্র সিং ধোনির হাতে। অর্থাৎ আগামীতে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের বদলে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মহেন্দ্র সিং ধোনি।

Advertisement

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে সেবার গ্রুপ পর্ব থেকে বাড়ি ফিরতে হয়েছিল ভারতকে। তবে আইসিসি কর্তৃক আয়োজিত প্রত্যেকটি টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হয়েছেন। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির সেই ভাগ্যকে কাজে লাগাতে চলেছে বিসিসিআই। পরিকল্পিতভাবে দীর্ঘ দুই বছর মেয়াদী ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রশিক্ষণ দেবেন মহেন্দ্র সিং ধোনি।

পাশাপাশি টেস্ট এবং ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়। আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল। মনে করা হচ্ছে, মহেন্দ্র সিং ধোনির সফলতা দেখে আসন্ন দিনে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার কাঁধে তুলে দিতে চলেছে বিসিসিআই।

Advertisement

Related Articles

Back to top button