Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সৌরভ গাঙ্গুলি এই গানের সুরে নেচে তার ৫০ তম জন্মদিন উদযাপন করেছেন, ভাইরাল ভিডিও

ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর ৫০ তম জন্ম দিবস ধুমধাম করে পালন করা হলো লন্ডনে। সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে একটা দীর্ঘ সময় পর্যন্ত ভারত ছিল…

Avatar

ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর ৫০ তম জন্ম দিবস ধুমধাম করে পালন করা হলো লন্ডনে। সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে একটা দীর্ঘ সময় পর্যন্ত ভারত ছিল বিশ্ব ক্রিকেটের চালিকাশক্তি। বিদেশের বহু ম্যাচে সৌরভ গাঙ্গুলীর দুর্দান্ত অধিনায়কত্বে শক্ত টিমের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিতে পেরেছে ভারত। অস্ট্রেলিয়া হোক কিংবা ইংল্যান্ড বিশ্বের সবথেকে বড় বড় দলগুলির বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টীম ইন্ডিয়ার পারফরম্যান্স ছিল নজরকাড়া। আর বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবেও নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি সকলের কাছে।

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে যেখানে তাকে দেখা যাচ্ছে লন্ডনের রাস্তায় নিজের জন্মদিনকে ভালোভাবে সেলিব্রেট করতে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ২১ বছরের কন্যা সানা গঙ্গোপাধ্যায় এবং স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সাথে নাচ করছেন এই ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডে চলছে ওম শান্তি ওম সিনেমার একটি গান। তার ঠিক পরেই ম্যায় তেরা হিরো গানের সঙ্গেও নাচ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এইরকম নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ক্রিকেটের ময়দানে হোক কিংবা নিজের ব্যক্তিগত জীবনে, দিলখোলা স্বভাব এবং ব্যক্তিত্বপূর্ণ চরিত্রের জন্য সব সময় সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন লাইম লাইটে। তিনি কোন কিছু করতেই খুব একটা ভীত নন। আর বারংবার তিনি এটা প্রমাণ করেছেন। এর আগে হয়তো ক্রিকেটের ময়দানে আমরা তাকে ল্যাটা ব্যাটে বল শাসন করতে দেখেছি। তবে এবারে লন্ডনের রাস্তায় নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নাচ করে সেখানে উপস্থিত সকলকে চমকে দিয়েছেন দাদা। জানা গিয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জয় শাহ অনেকেই। তাদের সকলের সঙ্গেই নিজের ৫০ তম জন্মদিনটা ভালো করে পালন করলেন মহারাজ।

About Author