Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Team India New Coach: টিম ইন্ডিয়ায় শেষ হচ্ছে দ্রাবিড় জমানা, নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল BCCI

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন আসতে পারে। ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে বিসিসিআই। সোমবার 'এক্স' ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ…

Avatar

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন আসতে পারে। ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে বিসিসিআই। সোমবার ‘এক্স’ ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ সম্প্রতি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টিম ইন্ডিয়া নতুন কোচ পাবে। এখন দেখার বিষয় রাহুল দ্রাবিড় আবার আবেদন করেন কি না। তিনি আবেদন না করলে ভারতীয় দল নতুন কোচ পাবে নিশ্চিতভাবে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। এর পরে বিসিসিআই তাঁর সাথে কথা বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের পদে থাকার জন্য রাজি করিয়েছে।

বোর্ড জানিয়েছে, ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত হেড কোচ পদের জন্য আবেদন করা যাবে। বাছাই প্রক্রিয়ায় আবেদনগুলি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। তারপরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাত্কার এবং মূল্যায়ন করা হবে। নতুন প্রধান কোচের মেয়াদ হবে সাড়ে তিন বছর। ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে ,মেয়াদ। অর্থাৎ নতুন প্রধান কোচের অধীনে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৫ ও ২০২৭, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এবং ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ খেলবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রধান কোচ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম ৩০টি টেস্ট ম্যাচ অথবা ৫০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। নাহলে পূর্ণ সদস্য টেস্ট খেলা দেশের প্রধান কোচ হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকা দরকার। আইপিএল দল বা সমতুল্য আন্তর্জাতিক লিগ, প্রথম শ্রেণির দল কিংবা জাতীয় এ দলের কোচ হিসাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিসিসিআইয়ের লেভেল থ্রি সার্টিফিকেট বা তার সমতুল্য ডিগ্রি রয়েছে এমন ব্যক্তিও আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স ৬০ বছরের কম হতে হবে।

About Author