Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

U-19 Women World Cup: বিশ্বজয় করা ভারতীয় মহিলা দলের জন্য BCCI-এর মোটা টাকার পুরস্কার ঘোষণা! পরিমান শুনলে আঁতকে উঠবেন

গতকাল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয়ের মতো গৌরব অর্জন করেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের প্রথম আসরেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। শেফালির…

Avatar

গতকাল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয়ের মতো গৌরব অর্জন করেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের প্রথম আসরেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। শেফালির হাত ধরে প্রথমবার আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ঘরে তুলেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। পচেস্ট্রুমের বাইশ গজে ইতিহাস গড়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা (Indian Womens Under 19 Cricket Team) দল।

এদিন ইংল্যান্ডকে লজ্জাজনক ভাবে পরাজিত করে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাতে শিরোপা তুলে দিয়েছেন দলাধিনায়ক শেফালী বর্মা। আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ মহিলা দল এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৬৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় উইকেটে ভারতের ৪৬ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৪ ওভারে ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের তরুণ প্রজন্মের মহিলা ক্রিকেট দল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে বিশ্বকাপ জয়ের আনন্দে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দলের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটারদের দ্বারা সৃষ্ট গৌরবান্বিত অধ্যায়ের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশাল অংকের পুরস্কার ঘোষণা করেছে। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক টুইট বার্তায় জানান,’ভারতে মহিলা ক্রিকেটের উন্নতি হচ্ছে এবং বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদাকে কয়েক ধাপ উপরে নিয়ে গেছে। আমি পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করতে পেরে আনন্দিত। এটি অবশ্যই একটি ইতিহাস সৃষ্টির বছর।’

About Author