Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘গদর ২’ এর কাছে হোঁচট খেয়েও বাজিগর শাহরুখ, এক মাসে এত কোটি টাকা আয় করল শাহরুখ খানের জওয়ান

১১ আগস্ট মুক্তিপ্রাপ্ত সিনেমা গদর টু ভারতে হয়ে উঠেছিল সুপারহিট। ৫৫ দিন বক্স অফিসের রীতিমতো রাজত্ব করার পর এখন জি ৫ প্লাটফর্মে ৬ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবিটি। অনলাইন মিডিয়াতে…

Avatar

১১ আগস্ট মুক্তিপ্রাপ্ত সিনেমা গদর টু ভারতে হয়ে উঠেছিল সুপারহিট। ৫৫ দিন বক্স অফিসের রীতিমতো রাজত্ব করার পর এখন জি ৫ প্লাটফর্মে ৬ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবিটি। অনলাইন মিডিয়াতে ও দারুন ব্যবসা করছে গদর। সিনেমা হলে দুর্দান্ত রোজগার করার পর এখন অনলাইন মিডিয়াতেও ভাল ব্যবসা শুরু করেছে সানি দেওলের এই ছবিটি। তবে এখন সিনেমা হলে সব থেকে বেশি চলছে যে ছবিটি সেটি হল শাহরুখ খানের জওয়ান। এই ছবিটি শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বে প্রচুর টাকা রোজগার করেছে। গদর সরে যাওয়ার পরে এখন সিনেমা হলে শুধুমাত্র এই একটি সিনেমাই ভালো চলছে। বিগত ৩০ দিনে জওয়ান হয়ে উঠেছে বলিউডের সবথেকে সুপার হিট সিনেমা। চলুন জেনে নেওয়া যাক এই ছবিটি কত টাকা আয় করেছে এই কয়েকদিনে।

বক্স অফিস ট্র্যাকার অনুযায়ী, ৩০তম দিনে জওয়ান ১.৩০ কোটি টাকা রোজগার করেছে। এর ফলে ভারতে ৩০ দিনে জবানের বক্স অফিস কালেকশন হয়েছে ৬১৮.৮৩ কোটি টাকা। অন্যদিকে সারা বিশ্বের কালেকশন মিলিয়ে হিসাব করলে এখন জবানের বক্স অফিস কালেকশন ১১০৪ কোটি টাকা। অর্থাৎ ১ হাজার কোটি টাকার ল্যান্ডমার্ক খুব সহজেই পেরিয়ে গিয়েছে শাহরুখ খানের এই ছবিটি। দক্ষিণ ভারতীয় ডিরেক্টর অ্যাটলির এটি এখনো পর্যন্ত সব থেকে জনপ্রিয় ছবি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে বক্স অফিসে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত এই ছবি। মুক্তির কয়েক দিনের মধ্যেই বোঝা গিয়েছিল বক্স অফিসে ব্যবসা নিরিখে পাঠানকে অনায়াসে টেক্কা দিয়ে দেবে জওয়ান। প্রেক্ষাগৃহে চলাকালীন মোট ৫৪৩ কোটি টাকা উপার্জন করেছিল পাঠান। সেখানে মাত্র ১৮ দিনের মাথায় সেই অংক ছাড়িয়ে গিয়েছিল জওয়ান। তৃতীয় সপ্তাহের শেষে জওয়ানের ঝুলিতে ৫৪৬ কোটি টাকা উঠে গিয়েছিল। সেপ্টেম্বরের শেষে ১১০৪ কোটি টাকা উঠে এলো এই ছবির ঝুলিতে।

অন্যদিকে দেশের বক্স অফিসে শুধু পাঠানের সঙ্গে নয় গদর টু এর মত পোক্ত প্রতিদ্বন্দ্বীর কাছে লড়তে হয়েছিল জওয়ানকে। দ্বিতীয় রবিবারের ব্যবসা নিরিখে গদর টু এর কাছে পরাস্ত হয়েছিল জওয়ান। মুক্তির পরে দ্বিতীয় রবিবারে ৩৯ কোটি টাকা ব্যবসা করেছিল সানি দেওলের ছবি। অন্যদিকে শাহরুখের ছবি ব্যবসা করেছিল ৩৬ কোটি টাকার কিছুটা বেশি। দেশের বক্স অফিস কালেকশনে গদর টু এর মোট উপার্জন ৫২৫ কোটি টাকা হলেও, জওয়ান এর থেকে অনেকটা এগিয়ে। একমাস পূর্ণ হওয়ার আগেই শাহরুখ খান ভাঙলেন পাঠান এবং গদর টু ছবির নজির। বজায় রাখলেন বাদশা তকমা।

About Author