Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘বারান্দায় রোদ্দুর’, বাড়ির ছাদে আসাধারন নাচ এই যুবতীর, প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী (VIDEO)

ইউটিউবে ফেমাস হতে অনেকেই চায়, কেউ কেউ তাদের ক্রিয়েটিভ মাইন্ডের জন্য অনেকদূর এগিয়ে যায়। সিলভার, গোল্ডেন প্লে বাটন পেয়ে যায়। ইউটিউব খুললেই এখন শুধুই এন্টারটেইনমেন্ট। সব ধরনের ভিডিও উপলব্ধ ইউটিউবে।…

Avatar

ইউটিউবে ফেমাস হতে অনেকেই চায়, কেউ কেউ তাদের ক্রিয়েটিভ মাইন্ডের জন্য অনেকদূর এগিয়ে যায়। সিলভার, গোল্ডেন প্লে বাটন পেয়ে যায়। ইউটিউব খুললেই এখন শুধুই এন্টারটেইনমেন্ট। সব ধরনের ভিডিও উপলব্ধ ইউটিউবে। এখানে মানুষ তাদের নিজস্ব চ্যানেল তৈরি করে নিজেরাই ভিডিও শ্যুট, এডিট করে আপলোড করে। এভাবে অনেকেই রাতারাতি স্টার হয়ে গেছেন। সেরকমই আজ একজন ফেমাস ইউটিউবারকে নিয়ে আলোচনা করবো যিনি কিনা নাচের স্টেপ দিয়ে হাজার হাজার দর্শক বানিয়ে নিয়েছেন।

আজকের দিনে মানুষ টিভির পর্দায় কম চোখ রাখে। পেপার পড়ার মানুষও কমে গেছে। কিন্তু, প্রায় সকলেরই ইউটিউব চ্যানেল আছে। আর না থাকলেও তারা ইউটিউবে অন্যদের চ্যানেল দেখতে পছন্দ করে। মানুষের আগ্রহ এখন পুরোটাই গিয়ে পৌঁছেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের উপর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নাচ, গান, কমেডি, ফ্যাশন নিয়ে ভরপুর ইউটিউব। যে যেটা পারছে সে সেই কলা প্রদর্শন করে চলেছে। আর এতেই জনপ্রিয়তা যেমন বাড়ছে ইউটিউব এর তেমনই যে এই প্ল্যাটফর্মে এসে ভিডিও শ্যুট করছে তারও। অনেকেই ইউটিউবের দৌলতে ইনকাম করছেন। তাই ইউটিউব হল এমন একটা মাধ্যম যেখানে এন্টারটেইনমেন্ট যেমন আছে, তেমনই আছে উপার্জন।

আজ এমন একজন ইউটিউবারকে তুলে ধরা হল যিনি কিনা তার সাজসজ্জা, ফ্যাশন ও নাচের দুর্দান্ত কম্বিনেশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় হিট। UBIRUNGIA হল সেই ইউটিউব চ্যানেলটির নাম যেখানে Sonamika থাকেন ক্যামেরার সামনে, পাশাপাশি পুরো ভিডিও শ্যুট করেন Sonamika র স্বামী সুবীর পাল। এই ইউটিউব চ্যানেলটিতে Sonamika বিভিন্ন ধরনের বাংলা, হিন্দি গানের সঙ্গে নাচ করেন। এটা একটা মূলত সোলো ড্যান্স চ্যানেল, যেখানে মেয়েটি একাই নাচ করেন ও তাঁর স্বামী পুরো ভিডিও শ্যুট করেন। এখনও পর্যন্ত এই চ্যানেলটির সাবস্ক্রাইবারদের সংখ্যা প্রায় 634k. দেখুন UBIRUNGIA র ছোট্ট ঝলক।

About Author