কলকাতানিউজরাজ্য

সংক্রমণ রুখতে বাজার খোলা এবং বন্ধের সময় ঠিক করে দিল পৌরসভা

বরানগর পৌরসভা জানিয়ে দিয়েছে, সকাল এবং বিকেল এর বাজার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা যাবে।

Advertisement
Advertisement

করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়াবহ। তাই প্রতিদিন ১০ হাজারের কাছাকাছি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন পশ্চিমবঙ্গে। আর এই মুহূর্তে সবথেকে ভয়াবহ অবস্থা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার। এই দুটি জেলাতে সংক্রমনের পরিমাণ সবথেকে বেশি এবং এই কারণে এই দুটি জেলার উপর লক্ষ্য রাখছে প্রশাসন। কিন্তু, বিপুল হারে করোনা ছড়িয়ে পড়লেও মানুষের মধ্যে করোনা নিয়ে সচেতনতা নৈব নৈব চ।

Advertisement
Advertisement

প্রতিদিন সকালবেলা বাজারে দেখা যাচ্ছে বিশাল ভিড়। বহু মানুষ এমন রয়েছেন যারা এখনো পর্যন্ত মাস্ক পড়তে চাইছেন না। তাদের যুক্তি, তাদের করোনা হয়নি! তাই এবারে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা কম করতে বরাহনগর পুরসভার সমস্ত বাজার এলাকা খোলা এবং বন্ধ করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল বরানগর পৌরসভা। তারা জানিয়ে দিয়েছে, এলাকার সমস্ত বাজার কমিটির সঙ্গে বৈঠক করার পরে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বরাহনগর পৌরসভা।

Advertisement

পৌরসভার তরফে জানানো হয়েছে, এবারে শুধুমাত্র সকালে এবং বিকেলে খোলা থাকবে এলাকার সমস্ত বাজার। সকালের বাজার খোলা যাবে দুপুর ২ টো পর্যন্ত আর বিকেলের বাজার বন্ধ করতে হবে রাত্রি ৮ টার মধ্যে। এছাড়াও সামাজিক দূরত্ব বৃদ্ধি মেনে এবং সঠিকভাবে মাস্ক পড়ে বাজারে আসতে বলেও জানিয়ে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। সমস্ত দোকানদারদের আদেশ দিয়ে দেওয়া হয়েছে যেন যদি কেউ মাস্ক পরে না আসে তাহলে থেকে জিনিস বিক্রি করা যাবে না। এছাড়াও পুরসভার পুর প্রশাসক অপর্ণা মৌলিক সকলকে আবেদন জানিয়েছেন যেন তারা খুব প্রয়োজন ব্যতীত বাইরে না যান।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button