Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank News: চলতি মাসে 31 টির মধ্যে 14 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে ছুটি

আজকে থেকে মার্চ মাস শুরু হয়েছে। ভারতে মার্চ মাসটা অনেক ক্ষেত্রেই ভারতের আর্থিক শ্রীবৃদ্ধি করার মাস। এই মার্চ মাসে আয়কর রিটার্ন থেকে শুরু করে ব্যাংকের বাৎসরিক হিসাব, এমনকি সরকারি কর্মচারীদের…

Avatar

আজকে থেকে মার্চ মাস শুরু হয়েছে। ভারতে মার্চ মাসটা অনেক ক্ষেত্রেই ভারতের আর্থিক শ্রীবৃদ্ধি করার মাস। এই মার্চ মাসে আয়কর রিটার্ন থেকে শুরু করে ব্যাংকের বাৎসরিক হিসাব, এমনকি সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা গণনা, অনেক কিছুই হয়ে থাকে। মার্চ মাসে হোলি, মহাশিবরাত্রির মতো অনেক উৎসব রয়েছে। উৎসব ও অন্যান্য কারণে মার্চ মাসে ব্যাংক প্রায় ১৪ দিন বন্ধ থাকবে। আমরা যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত ব্যাঙ্ক ছুটির তালিকার দিকে তাকাই, মার্চ মাসটি একটি ছুটি দিয়ে শুরু হচ্ছে। এমতাবস্থায়, যদি মার্চ মাসে আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কাজ আটকে থাকে, তাহলে আগে ছুটির তালিকা দেখে নিন।

মার্চে কখন ব্যাংক বন্ধ থাকবে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মার্চ মাসে ১৪ দিন ব্যাঙ্ক ছুটি থাকে। মিজোরামের ব্যাঙ্কগুলি ১ মার্চ বন্ধ থাকবে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যগুলির উত্সব এবং সরকারী দিনের উপর নির্ভর করে ব্যাঙ্ক ছুটির পরিবর্তিত হয়। সারাদেশের ব্যাংকগুলোতে একযোগে কিছু ছুটি থাকে। সরকারি ও উৎসব ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাংক বন্ধ থাকে। প্রতি রবিবার ব্যাঙ্কগুলির জন্য সাপ্তাহিক ছুটি থাকে।

২০২৪ সালের মার্চ মাসে ব্যাঙ্কগুলি কখন বন্ধ থাকবে?

মার্চ ১: চাপচার কুট উপলক্ষে মিজোরামে ব্যাঙ্ক বন্ধ।

৩ মার্চ: রবিবার সাপ্তাহিক ব্যাংক ছুটি।

৮ মার্চ: মহাশিবরাত্রি উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

৯ মার্চ: দ্বিতীয় শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

মার্চ ১০: রবিবার, সারা দেশে ব্যাংক বন্ধ

মার্চ ১৭: রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

২২ মার্চ: বিহার দিবস উপলক্ষে বিহারে ব্যাঙ্ক বন্ধ।

২৩ মার্চ: শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ

২৪ মার্চ: রবিবার, সারা দেশে ব্যাংক বন্ধ

২৫ মার্চ, সোমবার, হোলি ধুলেতি/দোল যাত্রা/ধুলান্দি, অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।

২৬ মার্চ: দ্বিতীয় দিন/হোলি, ওড়িশা, মণিপুর এবং বিহারে ব্যাঙ্ক বন্ধ।

২৭ মার্চ: বুধবার, হোলি, বিহারে ব্যাঙ্ক বন্ধ

মার্চ ২৯: গুড ফ্রাইডে, অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ

৩১ মার্চ: রবিবার, সারা দেশে ব্যাংক বন্ধ

About Author