Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ থেকে পুরোপুরি খোলা ব্যাঙ্ক, কাজ চলবে বিকেল ৪টে পর্যন্ত

আজ চলতি আর্থিক বছরের শেষ দিন। আজকের কথা মাথায় রেখে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। আজ থেকেই পুরোপুরি ব্যাঙ্কের কাজ শুরু হয়ে যাবে। সোমবার…

Avatar

আজ চলতি আর্থিক বছরের শেষ দিন। আজকের কথা মাথায় রেখে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। আজ থেকেই পুরোপুরি ব্যাঙ্কের কাজ শুরু হয়ে যাবে। সোমবার এসএলবিসি-র বৈঠকের পর এই বিষয়টি ঠিক করা হয়েছে। আগামীকাল থেকে নতুন আর্থিক বছরের শুরু তাই ব্যাঙ্কের চাপ ও বেশি থাকবে। তাই আজ থেকেই ব্যাঙ্কের কাজ স্বাভাবিক করার কথা ভাবা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে আজ কিছু শাখা রাত ১২ টা পর্যন্ত কাজ করার কথা বলা হয়েছে। আবার নতুন মাস তাই গ্রাহকেরা বেশি পরিমানে টাকা তুলবে। সেই কথা মাথায় রেখে এটিএম -এ বেশি পরিমান টাকা ভোরে দেওয়া হয়েছে।  বেতন ও পেনশনের দিকটাতে বিশেষ নজর রাখা হয়েছে। আরটিজিএস, এনইএফটি ইত্যাদি পেমেন্ট ঠিকঠাক রাখার জন্য নির্দিষ্ট কিছু শাখা রাত ১২ টা পর্যন্ত খোলা থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ আসোসিয়েশনের পক্ষ থেকে কর্মীদের সুরক্ষার জন্য কয়েকটি দাবি তোলা হয়েছে। সেগুলি হল-

১) বর্তমান পরিস্থিতিতে যেসব কর্মীরা পরিষেবা দিচ্ছেন তাদের যাতায়াতের ব্যবস্থা সরকারকে করতে হবে।

২) ব্যাঙ্কের ভিড় সামলানোর ব্যবস্থা সরকারকে করতে হবে।

৩) ব্যাঙ্কের কর্মীদের জন্য বীমার ব্যবস্থা করতে হবে।

৪) ব্যাঙ্কিং মিত্র নামে যে কর্মচারী গ্রাহকদের বাড়িতে টাকা পৌঁছে দেন, সেক্ষেত্রে সেই কর্মীদের জন্য সরকারকে স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

 

About Author