নিউজToday Trending Newsদেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holiday: আগামী মাসে এত দিন বন্ধ থাকবে ব্যাংক, ছুটির তালিকা দেখুন

১ এপ্রিলের আগে ব্যাঙ্কের কাজ সেরে নিন অবশ্যই

Advertisement
Advertisement

২০২৪ সালের এপ্রিল মাসে সারা দেশে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে ৭ দিন হলো সাপ্তাহিক ছুটি (রবিবার) এবং ৭ দিন হলো অন্যান্য সরকারি ছুটি। ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকরা তাদের ব্যাংকের শাখায় যেসব কাজ করতে চান তা করতে পারবেন না। যেমন, নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা করা, টাকা উত্তোলন, চেক বই তোলা, ঋণ নেওয়া ইত্যাদি। ব্যাংক বন্ধ থাকার তালিকাটি আগে থেকে জেনে নিলে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় কাজগুলি আগে থেকেই সেরে নিতে পারবেন।

Advertisement
Advertisement

এপ্রিল মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:

Advertisement

1 এপ্রিল, 2024: আর্থিক বছরের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণে 1 এপ্রিল একটি ব্যাঙ্ক ছুটি থাকবে।

Advertisement
Advertisement

5 এপ্রিল 2024: বাবু জগজীবন রামের জন্মদিন এবং জুমাত-উল-বিদার কারণে, শ্রীনগর, জম্মু এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক ছুটি থাকবে।

7 এপ্রিল 2024: রবিবারের কারণে ব্যাঙ্কগুলির জন্য সাপ্তাহিক ছুটি থাকবে।

9 এপ্রিল 2024: গুড়ি পাদওয়া/উগাদি উত্সব/তেলেগু নববর্ষ এবং প্রথম নবরাত্রির কারণে, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে ব্যাঙ্ক ছুটি থাকবে৷

10 এপ্রিল 2024: ঈদের কারণে কোচি এবং কেরালায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

11 এপ্রিল 2024: ঈদের ছুটির কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

13 এপ্রিল 2024: দ্বিতীয় শনিবারের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

14 এপ্রিল 2024: রবিবারের কারণে ব্যাংকগুলিতে সাপ্তাহিক ছুটি থাকবে।

15 এপ্রিল 2024: হিমাচল দিবসের কারণে গুয়াহাটি এবং সিমলা জোনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

17 এপ্রিল 2024: শ্রী রাম নবমীর কারণে, আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, লক্ষ্ণৌ, পাটনা (পাটনা ব্যাঙ্ক ছুটি), রাঁচি, সিমলাতে ব্যাঙ্ক ছুটি থাকবে, মুম্বাই ও নাগপুর।

20 এপ্রিল 2024: গড়িয়া পুজোর কারণে আগরতলায় ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে।

21 এপ্রিল 2024: রবিবারের কারণে ব্যাঙ্কগুলির জন্য সাপ্তাহিক ছুটি থাকবে।

27 এপ্রিল 2024: চতুর্থ শনিবারের কারণে ব্যাংক ছুটি থাকবে।

28 এপ্রিল 2024: রবিবারের কারণে ব্যাঙ্কগুলির জন্য সাপ্তাহিক ছুটি থাকবে।

ব্যাঙ্কের ছুটি থাকার কারণে গ্রাহকদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। যেমন, টাকা জমা করা, টাকা তোলা, চেক ডিপোজিট করা, চেক ক্যাশ করা, নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া বা ঋণ পরিশোধ করা ইত্যাদি কাজে সমস্যা হতে পারে। তাই ব্যাংকের ছুটি সম্পর্কে আগে থেকেই জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো। বর্তমানে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা থাকায় কিছুটা হলেও এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং, UPI এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন। তবে জরুরি কাজের জন্য ব্যাংকে যেতে হলে আগে থেকেই জেনে নিয়ে যেতে হবে যে ব্যাংক খোলা আছে কিনা।

Advertisement

Related Articles

Back to top button