Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই করনের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে! জেনে নিয়ে তাড়াতাড়ি করুন

রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারকে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে KYC জমা দেওয়া আবশ্যিক। আগামী বছর ১ লা জানুয়ারির মধ্যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে KYC-যোগ করা একান্ত জরুরি জানিয়ে দিল রিজার্ভ।…

Avatar

রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারকে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে KYC জমা দেওয়া আবশ্যিক। আগামী বছর ১ লা জানুয়ারির মধ্যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে KYC-যোগ করা একান্ত জরুরি জানিয়ে দিল রিজার্ভ। এই তারিখ এর মধ্যে KYC না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এমনটাই জানিয়েছে আরবিআই।

ইতিমধ্যে সমস্ত ব্যাংকের তরফে তাঁদের সমস্ত গ্রাহককে অ্যালার্ট পাঠানো হচ্ছে KYC-আপডেট করার জন্যে। শুধু মেসেজের মাধ্যমে নয়, ইমেলের মাধ্যমেও গ্রাহকদের KYC জমা দেওয়ার আবেদন করা হচ্ছে ৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরবিআই-এর নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্কের গ্রাহকদের কেওয়াইসি বা Know Your Customer জমা দেওয়া আবশ্যিক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে চাওয়া হয় কেওয়াইসি। পরে নির্দিষ্ট সময় অন্তর জমা দিতে হয় কেওয়াইসি। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য বা পুরনো সংস্থা থেকে পিএফ এর টাকা তোলার ক্ষেত্রে কেওয়াইসি-র দরকার পরে ৷ কেওয়াইসির মাধ্যমে সুনিশ্চিত করা হয় যে ব্যাঙ্কিং পরিষেবার কোনও অপব্যবহার করা হচ্ছে না ৷

কিভাবে KYC আপডেট করবেন? আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার যে কোনও একটি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন। সেখান থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেখানে সমস্ত নথি পূরণ করে, তার সাথে যা যা প্রয়োজনীয় সেগুলি ওই ব্রাঞ্চে গিয়ে জমা করুন। আরও বিস্তারিত জানতে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন । কিন্তু কেওয়াইসি আপনি না করলে প্রচুর সমস্যার মধ্যে পড়বেন। ব্যাংকের সমস্ত লেনদেন বন্ধ হয়ে যাবে।

About Author