ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

অক্টোবরে ৩১ দিনের মধ্যে ১৬ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা – BANK HOLIDAY

Advertisement

Advertisement

অক্টোবর মাস শুরু হতে আর তিনদিন বাকি। তবে এই অক্টোবর মাসে ৩১ দিনের মধ্যে ১৬ দিন ব্যাঙ্ক ছুটি থাকতে চলেছে। এই ছুটির তালিকায় রবিবারের পাশাপাশি অন্তর্ভুক্ত রয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনিবারও। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্ক। আর যদি এই অক্টোবর মাসে ব্যাঙ্কে কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তবে এই নীচে দেওয়া ছুটির তালিকা কাজে লাগবে পাঠকদের।

Advertisement

অক্টোবর মাসের ছুটির তালিকা-
১) ১-লা অক্টোবর রবিবার।
২) সোমবার ২-রা অক্টোবর গান্ধী জয়ন্তীর জন্য জাতীয় ছুটি।
৩) শনিবার ১৪-ই অক্টোবর মহালয়ায় কলকাতায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৪) বুধবার ১৮-ই অক্টোবর কাটি বিহুর জন্য আসামে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৫) শনিবার ২১-শে অক্টোবর মহাসপ্তমী উপলক্ষে ত্রিপুরা, আসাম, মণিপুর ও বাংলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৬) ২২-শে অক্টোবর রবিবার ছুটি।
৭) সোমবার ২৩-শে অক্টোবর মহানবমী বা আয়ূধা পূজা। এদিন কর্ণাটক, ত্রিপুরা, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, কানপুর, কেরালা, ঝাড়খন্ড ও বিহারে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৮) ২৪-শে অক্টোবর মহাদশমী বা দশেরাতে অন্ধ্রপ্রদেশ ও মণিপুর বাদে বাকি সমস্ত রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯) দুর্গাপূজা উপলক্ষে ২৫-শে অক্টোবর ব্যাঙ্ক বন্ধ থাকবে সিকিমে।
১০) ২৬-শে অক্টোবর দশাইনের জন্য সিকিম, জম্মু ও কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১) ২৭-শে অক্টোবর দশাইন উপলক্ষে সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২) লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮-শে অক্টোবর বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩) ৩১-শে অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে গুজরাটে।

Advertisement

Recent Posts