শুক্রবার অর্থাৎ ২৬ শে জানুয়ারি সমস্ত রাজ্যে ব্যাংক বন্ধ থাকার ঘোষণা করে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। প্রজাতন্ত্র দিবস হিসেবে শুক্রবার সব রাজ্যে ছুটি রয়েছে এবং এটি একটি গেজেটেড ছুটির দিন। জানুয়ারি মাস শেষ হতে আর দশ দিনের কম বাকি আছে। তার মধ্যেই আবার পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক। সব রাজ্যের ছুটি একসাথে অনুষ্ঠিত না হলেও বিভিন্ন রাজ্যে উৎসবে নিরিখে আলাদা আলাদা সময়ে ছুটি থাকবে ব্যাংক। তবে প্রজাতন্ত্র দিবসের কারণে ২৬ শে জানুয়ারি শুক্রবার সমস্ত রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়াও ২৩শে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার মনিপুরে ব্যাংক বন্ধ থাকবে। ২৫ শে জানুয়ারি বৃহস্পতিবার মোঃ হযরত আলীর জন্মদিন উপলক্ষে তামিলনাড়ু মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে ব্যাংক বন্ধ থাকবে। ২৬ শে জানুয়ারি ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ নেই। বাকি সব রাজ্যে ব্যাংক বন্ধ রয়েছে। ২৭শে জানুয়ারি চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। ২৮শে জানুয়ারি রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে ব্যাংক বন্ধ থাকলেও, অনলাইন পরিষেবা কিন্তু পুরোপুরি ভাবে চালু থাকবে। পাশাপাশি এটিএম পরিষেবা চালু থাকবে ঠিক ঠাক ভাবে। যদি আপনার কোনরকম কোন কাজ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এই কয়েকটি তারিখের মধ্যে ব্যাংকে আসতে হবে। ব্যাংকের ছুটির কারণে কেন্দ্রীয় সরকার সকলকেই আগে ভাগে সমস্ত ব্যাংকের কাজ শেষ করে নেবার আবেদন জানিয়েছেন।