আসন্ন আগস্ট মাসে ভারতের বিভিন্ন রাজ্যে জাতীয় ছুটি এবং আঞ্চলিক উৎসবের জেরে বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকার এই দিনগুলিতে গ্রাহক পরিষেবার ক্ষেত্রেও পড়তে পারে প্রভাব। তাই আর্থিক লেনদেনের পরিকল্পনা থাকলে আগে থেকেই জেনে রাখুন কোন কোন দিন আপনার রাজ্যে বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক।
৩ আগস্ট, ত্রিপুরা
ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পুজোর কারণে ৩ আগস্ট বন্ধ থাকবে ব্যাঙ্ক। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে এই উৎসব পালিত হবে, যার প্রভাব পড়বে ব্যাঙ্ক পরিষেবাতেও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now৮ আগস্ট, সিকিম ও ওড়িশা
লেপচা জনগোষ্ঠীর তেনডং লো রুমফাত উৎসব উপলক্ষ্যে সিকিম ও ওড়িশায় ৮ আগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা প্রবল।
৯ আগস্ট, প্রায় সর্বত্র
রাখি বন্ধন উপলক্ষ্যে দেশের অধিকাংশ রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ভাই-বোনের সম্পর্কের এই উৎসবে সরকারি কর্মীদের ছুটি মঞ্জুর হওয়ায়, কার্যত ব্যাঙ্কিং পরিষেবা মিলবে না বেশিরভাগ জায়গায়।
১৩ আগস্ট, মণিপুর
মণিপুরে দেশ প্রেমিক দিবস উপলক্ষ্যে ১৩ আগস্ট বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৫ আগস্ট, সারা দেশজুড়ে
স্বাধীনতা দিবসে গোটা দেশেই জাতীয় ছুটি। সেদিন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক একযোগে বন্ধ থাকবে।
১৬ আগস্ট, সর্বভারতীয় জন্মাষ্টমী
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষ্যে ১৬ আগস্ট বহু রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা থাকবে না। একই দিনে পার্সি নববর্ষও থাকায় গুজরাত ও মহারাষ্ট্রেও বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি।
২৬ আগস্ট, কর্ণাটক ও কেরালা
গণেশ জির পুজো উপলক্ষ্যে কর্ণাটক এবং কেরালায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই উৎসবের মূল দিন গণেশ চতুর্থীর একদিন আগে পালন করা হয় কিছু অঞ্চলে।
২৭ আগস্ট, একাধিক রাজ্য
অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গুজরাট, গোয়া, পাঞ্জাব, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে পালিত হবে গণেশ চতুর্থী। স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
২৮ আগস্ট, কৃষিভিত্তিক নওয়াখাই উৎসব
ওড়িশা, পাঞ্জাব, সিকিম ও সম্ভবত ছত্তিশগড়ে ২৮ আগস্ট বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। মূলত নওয়াখাই উৎসব কৃষিজীবী সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হওয়ায় এই ছুটি কার্যকর হবে।
প্রাসঙ্গিক কিছু প্রশ্ন ও উত্তর
১. আগস্ট মাসে সর্বভারতীয় ছুটি কবে?
১৫ আগস্ট, স্বাধীনতা দিবস – সারাদেশেই জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়।
২. রাখি বন্ধন উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে কোথায়?
৯ আগস্ট প্রায় সব রাজ্যে রাখি বন্ধনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে কোথায়?
১৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষ্যে অধিকাংশ রাজ্যে এবং পার্সি নববর্ষের কারণে গুজরাত ও মহারাষ্ট্রেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. গণেশ চতুর্থীর আগে ও পরে ব্যাঙ্ক কবে বন্ধ থাকবে?
২৬ আগস্ট কর্ণাটক ও কেরালায় এবং ২৭ আগস্ট অন্যান্য রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে গণেশ চতুর্থী উপলক্ষ্যে।
৫. ব্যাঙ্ক বন্ধ থাকলেও কোন পরিষেবা পাওয়া যাবে?
ATM ও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে, তবে চেক ক্লিয়ারেন্স ও কাস্টমার কেয়ার পরিষেবা প্রভাবিত হতে পারে।