Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Holiday List: আগামী পুজোর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইলো ছুটির দিনের তালিকা

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে…

Avatar

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

আগামী অক্টোবর মাসে একাধিক পুজো পার্বণ রয়েছে। শনি ও রবিবারের মিলিয়ে আগামী মাসে দেশের সব জায়গা মিলিয়ে মোট ২১ দিনের ছুটি রয়েছে। আসলে আগামী মাসে রয়েছে ৫ টি রবিবার। এছাড়া ওই মাসেই রয়েছে বাঙালির দুর্গা পুজো, দশেরা, কালীপুজো, দীপাবলি ইত্যাদি। তবে সব রাজ্যে একভাবে ছুটি থাকে না দেশের মধ্যে। কোন রাজ্যে কতদিন বা কোনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
  • অক্টোবর ১ – ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্ধবার্ষিক বন্ধ (গ্যাংটক)
  • ২ অক্টোবর – রবিবার এবং গান্ধী জয়ন্তীর ছুটি
  • ৩ অক্টোবর – দুর্গা পূজা (মহা অষ্টমী) (আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা এবং রাঁচি)
  • ৪ অক্টোবর- শ্রীমন্ত শঙ্করদেবের দুর্গা পূজা/দশেরা (মহা নবমী)/আয়ুধা পূজা/জন্মোৎসব (আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, শিলং এবং তিরুবনন্তপুরম)
  • ৫ অক্টোবর – দুর্গাপূজা/দশেরা (বিজয়া দশমী)/শ্রীমন্ত শঙ্করদেবের জন্মোৎসব
  • ৬ অক্টোবর – দুর্গা পূজা (দশইন) (গ্যাংটক)
  • ৭ অক্টোবর – দুর্গা পূজা (দশইন) (গ্যাংটক)
  • ৮ অক্টোবর – দ্বিতীয় শনিবার ছুটির দিন এবং মিলাদ-ই-শেরিফ/ঈদ-ই-মিলাদ-উল-নবী (নবী মুহাম্মদের জন্মদিন) (ভোপাল, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরম)
  • ৯ অক্টোবর – রবিবার
  • ১৩ অক্টোবর- করভা চৌথ (সিমলা)
  • ১৪ অক্টোবর – ঈদ-ই-মিলাদ-উল-নবীর পর শুক্রবার (জম্মু ও শ্রীনগর)
  • ১৬ অক্টোবর – রবিবার
  • ১৮ অক্টোবর- কাটি বিহু (গুয়াহাটি)
  • ২২ অক্টোবর – চতুর্থ শনিবার
  • ২৩ অক্টোবর – রবিবার
  • ২৪ অক্টোবর – কালী পূজা/দীপাবলি/দিওয়ালি (লক্ষ্মী পূজা)/নরকা চতুর্দশী) (আগরতলা, আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরম)
  • ২৫ অক্টোবর – লক্ষ্মী পূজা/দীপাবলি/গোবর্ধন পূজা (গ্যাংটক, হায়দ্রাবাদ, ইম্ফল এবং জয়পুর)
  • ২৬ অক্টোবর – গোবর্ধন পূজা/বিক্রম সম্বন্ত নববর্ষের দিন/ভাই বিজ/ভাই দুজ/দিওয়ালি (বালি প্রতিপদ)/লক্ষ্মী পূজা/অধিগ্রহণ দিবস (আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, সিমলা ও শ্রীনগর)
  • ২৭ অক্টোবর – ভাইদুজ/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মী পূজা/দীপাবলি/নিঙ্গোল চাক্কুবা (গ্যাংটক, ইম্ফল, কানপুর এবং লখনউ)
  • ৩০ অক্টোবর – রবিবার
  • ৩১ অক্টোবর – সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন/সূর্য পষ্টী দালা ছট (সকালের অর্ধ্যা)/ছট পূজা (আহদাবাদ, পাটনা এবং রাঁচি)
About Author