Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

(Bank Holiday) আগামীকাল ৬ জানুয়ারি কি ব্যাংক ছুটি থাকবে? জানুয়ারিতে ব্যাংক ছুটির সমস্ত তালিকা জেনে নিন

জানুয়ারি মাসে কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাংক থাকবে ছুটি। আর এই দিনগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে ভারতের সাধারণ মানুষের জন্য। যদি আপনার জানুয়ারি মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে…

Avatar

জানুয়ারি মাসে কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাংক থাকবে ছুটি। আর এই দিনগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে ভারতের সাধারণ মানুষের জন্য। যদি আপনার জানুয়ারি মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে আপনাকে আগে থেকেই সেটা সেরে ফেলতে হবে। এই মাস থেকে এখনো পর্যন্ত শনিবারে ব্যাংকের ছুটি চালু না হলেও, খুব শীঘ্রই এই নতুন নিয়ম চালু হবে। যেহেতু, আগামীকাল অর্থাৎ ৬ জানুয়ারি মাসের প্রথম শনিবার তাই ব্যাংক আগামীকাল খোলা থাকবে। তবে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার কিন্তু ব্যাংক সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এর পাশাপাশি জানুয়ারি মাসে শনি এবং রবিবার সহ মোট ১৬ টি ছুটি রয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন স্থানীয় উৎসব এবং রীতিনীতি অনুসারে অনেক রাজ্যে বিভিন্ন ছুটি রয়েছে গোটা জানুয়ারি মাসে। ৭, ১৪, ২১ এবং ২৮ তারিখ জানুয়ারি মাসের রবিবার পড়েছে। সেই কারণে এই চারটি দিন ছুটি থাকবে ব্যাংক। অন্যদিকে, ১৩ এবং ২৭ জানুয়ারি দোসরা এবং চতুর্থ শনিবার ব্যাংক ছুটি থাকবে। এছাড়াও অন্যান্য কয়েকটি দিনে ব্যাংক ছুটি থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১১ই জানুয়ারি আইজলে মিশনারী ডে পালিত হবে বলে থাকবে ছুটি। ১২ই জানুয়ারি কলকাতায় স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালিত হওয়ার জন্য কলকাতায় ব্যাংক ছুটি থাকবে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে পঙ্গল এবং উত্তর ভারত ও পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি থাকার কারণে ব্যাংক ছুটি থাকবে ১৫ জানুয়ারি। চেন্নাইতে ১৬ই জানুয়ারি তিরুভাল্লুভার দিবস পালিত হওয়ার কারণে থাকবে ছুটি। ১৭ই জানুয়ারি চেন্নাই এবং চন্ডিগড়ে উঝাবার থিরুনাল পালিত হওয়ার কারণে ছুটি থাকবে। ২২ শে জানুয়ারি ইমফলে ইমোইনো ইরাতপ্পা পালিত হওয়ার কারণে থাকবে ছুটি। কলকাতায় ২৩ শে জানুয়ারি নেতাজি জয়ন্তী থাকার কারণে ছুটি থাকবে ব্যাংক। চেন্নাই কানপুর এবং লখনৌতে মোহাম্মদ হযরত আলীর জন্মদিন থাকার কারণে ২৫ শে জানুয়ারি ব্যাংক ছুটি থাকবে। অন্যদিকে সারা ভারতে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হওয়ার কারণে ব্যাংক ছুটি থাকবে।

About Author