আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে হোলি উৎসব এবং আর্থিক কাজকর্ম শেষ করার জন্য ৩১ তারিখটাই হলো শেষ তারিখ। অর্থাৎ দেখতে গেলে আর খুব একটা বেশি কিন্তু সময় বাকি নেই। সেই কারণেই এই মার্চ মাসে আপনাকে আপনার সমস্ত কাজ শেষ করতে হবে। এটা না করলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি হোলির সময় টানা ছয় দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাংকের জারি করা তালিকা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এবছরের হোলি উৎসব পালিত হবে ২৫ মার্চ এবং এই উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি চতুর্থ শনি এবং রবিবার বন্ধ থাকবে সমস্ত ব্যাংক। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেন টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে সারা ভারতে?
২২ মার্চ ২০২৪ বিহার দিবসের কারণে পাটনায় ব্যাংক বন্ধ থাকবে। ২৩ মার্চ ২০২৪ চতুর্থ শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে সারা ভারতে। ২৪ মার্চ ২০২৪ রবিবার হওয়ার কারণে সারা ভারতে ব্যাংক বন্ধ থাকবে। ২৫ মার্চ ২০২৪ হোলির কারণে বেঙ্গালুরু ভুবনেশ্বর চেন্নাই ইম্ফল কোচি কোহিমা পাটনা শ্রীনগর এবং ত্রিবান্দ্রম ছাড়া বাকি সব জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। ২৬ মার্চ ২০২৪ হোলি বা ইয়াওসং দিবসের কারণে ভোপাল ইম্ফল এবং পাটনায় ব্যাংক বন্ধ থাকবে। ২৭ মার্চ ২০২৪ হোলির কারণে পাটনা ব্যাংক বন্ধ থাকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ী টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। হোলি ২০২৪ উপলক্ষে আগরতলা আমেদাবাদ আইজল বেলাপুর ভোপাল চন্ডিগড় দেরাদুন গ্যাংটক গুয়াহাটি হায়দ্রাবাদ ইটানগর জয়পুর জম্মু কানপুর কলকাতা লখনৌ মুম্বাই নাগাদপুর নয়াদিল্লি পানাজি রায়পুর রাচি শিলং এবং শিমলায় ব্যাংক বন্ধ থাকবে। ২৯ মার্চ শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে ত্রিপুরা আসাম রাজস্থান জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ছাড়া সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ৩০ মার্চ ২০২৪ চতুর্থ শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিকে ৩১ মার্চ ২০২৪ রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।