১০০০ টাকার নোট বন্ধের পর ২০০০ টাকার নোটও বন্ধের খবরে ব্যাংকিং নিয়ম নিয়ে জনগণের মনে উদ্বেগ দেখা দিয়েছে। হটাৎ করেই এই নোটবন্দির খবর সবাইকে চমকে দিয়েছিল। তাই এখনও টাকা বা ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো খবর ভাইরাল হলে, মানুষ উদ্বেগে পরে যান। বেশ কিছুদিন ধরে প্রায় সব সোশাল মিডিয়াতে একটি খবর ছড়িয়ে পড়েছে যাতে বলা হচ্ছে যে RBI নাকি নির্দেশ দিয়েছে ৩০,০০০ টাকার বেশি টাকা থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের করে দেওয়া হবে। এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সত্যিই কি RBI এমন নির্দেশ দিয়েছে? সত্যিটা কি? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই খবরকে ভুয়া বলে ফ্যাক্ট চেক করেছে। PIB স্পষ্ট করে বলেছে যে, RBI এই ধরণের কোনো নিয়ম বলবৎ করছে না। এই খবর সম্পূর্ণ মিথ্যা। তবে অনেকেই জানতে চান ব্যাংকে কত টাকা রাখা যাবে? RBI-এর নিয়ম অনুযায়ী, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখা যাবে তার কোনো সীমা নেই। আপনি হাজার, লক্ষ, কোটি টাকা যত খুশি রাখতে পারেন। তবে, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক। ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ প্রতিটি ব্যাংকের জন্য আলাদা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। একবারে সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা ক্যাশ জমা করা যাবে। এক বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ক্যাশ জমা করা যাবে। ১০ লক্ষ টাকার বেশি ক্যাশ জমা করার জন্য অনলাইন ট্রান্সফার ব্যবহার করতে হবে। RBI ব্যাংকগুলিকে ১০ লক্ষ টাকার বেশি লেনদেনের উপর নজর রাখার নির্দেশ দিয়েছে।