Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank account: ব্যাংক অ্যাকাউন্টে ৩০,০০০ টাকা থাকলেই বন্ধ হয়ে যাবে একাউন্ট, একি ঘোষণা করলেন আরবিআই গভর্নর!

রিজার্ভ ব্যাঙ্ক বিগত কয়েক দিনে নানা বিষয়ে সময়ে সময়ে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। ব্যাঙ্ক ও গ্রাহকদের নিয়ে RBI গভর্নর নতুন নিয়ম তৈরি করেছেন। এখন সম্প্রতি একটি খবর বেরিয়ে আসছে,…

Avatar

রিজার্ভ ব্যাঙ্ক বিগত কয়েক দিনে নানা বিষয়ে সময়ে সময়ে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। ব্যাঙ্ক ও গ্রাহকদের নিয়ে RBI গভর্নর নতুন নিয়ম তৈরি করেছেন। এখন সম্প্রতি একটি খবর বেরিয়ে আসছে, যাতে দাবি করা হচ্ছে যে শক্তিকান্ত দাস ঘোষণা করেছেন যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ৩০,০০০ টাকার বেশি হয় তবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। ভাইরাল হওয়া এই বার্তাটি দেখার পর গ্রাহকদের মনে নানা ধরনের প্রশ্ন উঠছে।পিআইবি কর্তৃক সত্যতা যাচাই এই ভাইরাল বার্তাটি দেখার পরে, পিআইবি এর সত্যতা যাচাই করেছে, যাতে এই বার্তাটির সত্যতা নিশ্চিত করা হয়েছে। আদৌ কি এরকম কোনো ঘোষণা করেছেন RBI গভর্নর? নাকি এমনি এমনি মানুষকে বিরক্ত করার জন্য এই ভুয়ো কথা প্রচার করা হচ্ছে?পিআইবি টুইট করেছেপিআইবি ফ্যাক্ট চেক তার অফিসিয়াল টুইটে লিখেছে যে, একটি খবরে দাবি করা হচ্ছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে, যদি কোনও অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে ৩০,০০০ টাকার বেশি থাকে, তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। পিআইবি জানিয়েছে এই খবর ভুয়া। আরবিআই এমন কোনো ঘোষণা দেয়নি।এর সাথেই কেন্দ্রীয় সরকারের এই ফ্যাক্ট চেকিং সংস্থা আরও বলেছে যে, এই জাতীয় বার্তা কারও সাথে শেয়ার করা উচিত নয়। আরবিআই-এর তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি। না জেনে না বুঝে এরকম ইনফরমেশন না ছড়ানোই ভালো। হোয়াটসঅ্যাপ থেকে যদি কোনো ফরোয়ার্ড আসে, তাহলে সেটা তখনই ছড়িয়ে দেবেন না। বরং PIB এর ওয়েবসাইটে এসে সেই বিষয়টি নিয়ে যাচাই করবেন আগে।
About Author